ক্ষমতার পালাবদল

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার হুমকি বেড়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার উচ্চতর হুমকিতে সতর্কতা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। নির্বাচনকে কেন্দ্র করে এই উচ্চতর হুমকি তৈরি হয়েছে। জারি করা জাতীয় সন্ত্রাসবাদ অ্যাডভাইজরিতে বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য এখনো নেই। তবে নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারেন। বিবিসি

নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় এ সতর্কতা জারি করা হয়েছে। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলার বেশ কিছু দাঙ্গাকারীকে আটক করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর মনে করছে, সফলভাবে প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকা-ের উচ্চতর হুমকি থাকবে। তথ্য-উপাত্ত বলছে, ক্ষমতার পালাবাদল নিয়ে বিক্ষুব্ধ কিছু সহিংস উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে সহিংসতা চালাতে উসকানি দেওয়া হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে সরকারি কর্তৃত্বের চর্চা এবং প্রেসিডেন্ট পদে পরিবর্তনের ফলে হতাশ ব্যক্তিরা সামগ্রিক নিরাপত্তায় হুমকির কারণ হয়ে উঠতে পারেন। এই বিষয়ে একজন উপদেষ্টা বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিশ্বাস করে যে প্রেসিডেন্ট সফল উদ্বোধনের পরের সপ্তাহগুলিতেও সংঘাতের বড় হুমকি থাকবে। তাদের তথ্য থেকে জানা যায় আদর্শিকভাবে অনুপ্রাণিত হিংস্র উগ্রপন্থিরা সরকারি কর্তৃত্বের অনুশীলন, রাষ্ট্রপতি পরিবর্তনের ক্ষেত্রে মিথ্যা অভিযোগ আনতে পারে। উগ্রপন্থিরা ঘৃণা ছড়াতে নানা ধরনের অপকৌশল গ্রহণ করতে পারে এবং সংঘবদ্ধ হামলাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একারনেই এমন সতর্কতা জারি করলো হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে দেন ডেমোক্রেট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। ৬ জানুয়ারি ছিল আনুষ্ঠানিকভাবে বাইডেনের বিজয় প্রত্যায়নের দিন। সেই লক্ষ্যেই এদিন সকালে শুরু হয় কংগ্রেসের যৌথ অধিবেশন। এদিকে ট্রাম্পের আহ্বানে আগে থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হতে থাকে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা। এরপর আকস্মিকভাবে ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে তা-ব চালায় তারা। এ সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ , ১৫ মাঘ ১৪২৭, ১৫ জমাদিউস সানি ১৪৪২

ক্ষমতার পালাবদল

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার হুমকি বেড়েছে

image

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে কট্টোর ট্রাম্প সমর্থকরা হামলা চালায়-বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার উচ্চতর হুমকিতে সতর্কতা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। নির্বাচনকে কেন্দ্র করে এই উচ্চতর হুমকি তৈরি হয়েছে। জারি করা জাতীয় সন্ত্রাসবাদ অ্যাডভাইজরিতে বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য এখনো নেই। তবে নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারেন। বিবিসি

নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় এ সতর্কতা জারি করা হয়েছে। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলার বেশ কিছু দাঙ্গাকারীকে আটক করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর মনে করছে, সফলভাবে প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকা-ের উচ্চতর হুমকি থাকবে। তথ্য-উপাত্ত বলছে, ক্ষমতার পালাবাদল নিয়ে বিক্ষুব্ধ কিছু সহিংস উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে সহিংসতা চালাতে উসকানি দেওয়া হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে সরকারি কর্তৃত্বের চর্চা এবং প্রেসিডেন্ট পদে পরিবর্তনের ফলে হতাশ ব্যক্তিরা সামগ্রিক নিরাপত্তায় হুমকির কারণ হয়ে উঠতে পারেন। এই বিষয়ে একজন উপদেষ্টা বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিশ্বাস করে যে প্রেসিডেন্ট সফল উদ্বোধনের পরের সপ্তাহগুলিতেও সংঘাতের বড় হুমকি থাকবে। তাদের তথ্য থেকে জানা যায় আদর্শিকভাবে অনুপ্রাণিত হিংস্র উগ্রপন্থিরা সরকারি কর্তৃত্বের অনুশীলন, রাষ্ট্রপতি পরিবর্তনের ক্ষেত্রে মিথ্যা অভিযোগ আনতে পারে। উগ্রপন্থিরা ঘৃণা ছড়াতে নানা ধরনের অপকৌশল গ্রহণ করতে পারে এবং সংঘবদ্ধ হামলাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একারনেই এমন সতর্কতা জারি করলো হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে দেন ডেমোক্রেট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। ৬ জানুয়ারি ছিল আনুষ্ঠানিকভাবে বাইডেনের বিজয় প্রত্যায়নের দিন। সেই লক্ষ্যেই এদিন সকালে শুরু হয় কংগ্রেসের যৌথ অধিবেশন। এদিকে ট্রাম্পের আহ্বানে আগে থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হতে থাকে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা। এরপর আকস্মিকভাবে ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে তা-ব চালায় তারা। এ সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।