সাধুসঙ্গের ২২তম আসর

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পূর্ণিমা তিথির মাসিক সাধুসঙ্গ আয়োজনের ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি ২০২১ একাডেমি প্রাঙ্গণ বটতলায় আয়োজন করা হয়েছে সাধুসঙ্গের ২২তম আসর। বিকাল ৪টা থেকে শুরু হয়ে আয়োজন চলে রাত ১১টা পযন্ত। আয়োজনের শুরুতে বাউল দলের শিল্পীদের কণ্ঠে সাঁইজির ভাববাণী এবং শিল্পকলা একাডেমি বাউল দলের ভাববাণী পরিবেশিত হয়।

আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে

উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, ইন্দিরাগান্ধি কালচারাল সেন্টারের পরিচালক ড. নিপা চৌধুরী, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম।

আলোচনা শেষে সাধুগুরুদের পরিবেশনায় বাউল সংগীত পরিবেশন করেন বাউল শফি ম-ল, চন্দনা মজুমদার, আজমল শাহ, সমীর বাউল, অধ্যাপক ড. জাহিদুল কবির লিটন, বাউল মাসুদ শামীম, সন্ধ্যা রানী দত্ত, অমীয় বাউল ও মোতালেব বাউলসহ বিভিন্ন জেলার বাউল শিল্পীরা।

শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ , ১৬ মাঘ ১৪২৭, ১৬ জমাদিউস সানি ১৪৪২

সাধুসঙ্গের ২২তম আসর

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পূর্ণিমা তিথির মাসিক সাধুসঙ্গ আয়োজনের ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি ২০২১ একাডেমি প্রাঙ্গণ বটতলায় আয়োজন করা হয়েছে সাধুসঙ্গের ২২তম আসর। বিকাল ৪টা থেকে শুরু হয়ে আয়োজন চলে রাত ১১টা পযন্ত। আয়োজনের শুরুতে বাউল দলের শিল্পীদের কণ্ঠে সাঁইজির ভাববাণী এবং শিল্পকলা একাডেমি বাউল দলের ভাববাণী পরিবেশিত হয়।

আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে

উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, ইন্দিরাগান্ধি কালচারাল সেন্টারের পরিচালক ড. নিপা চৌধুরী, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম।

আলোচনা শেষে সাধুগুরুদের পরিবেশনায় বাউল সংগীত পরিবেশন করেন বাউল শফি ম-ল, চন্দনা মজুমদার, আজমল শাহ, সমীর বাউল, অধ্যাপক ড. জাহিদুল কবির লিটন, বাউল মাসুদ শামীম, সন্ধ্যা রানী দত্ত, অমীয় বাউল ও মোতালেব বাউলসহ বিভিন্ন জেলার বাউল শিল্পীরা।