রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদেশি কর্মীদের জন্য আসছে রাশিয়ার টিকা

সংযুক্ত আরব আমিরাতও সম্প্রতি রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুৎনিক-ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে দেশটিতে।

রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি-এর এক হাজার ডোজ দেশে আনার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ব্যবহারের জন্য এই টিকা আনার অনুমোদন দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার এই অনাপত্তি দেয়া হয় বলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি গতকাল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ান স্ট্যাট অ্যাটমিক এনার্জি করপোরেশন বা রোসাটম এই টিকা আনার জন্য আবেদন করে। ওইখানে যারা কাজ করছেন কর্মকর্তা-কর্মচারী তাদের জন্য টিকা আনার অনুমোদন চেয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আবেদনটি আমাদের কাছে এসেছে। সেজন্য শর্তসাপেক্ষে টিকা আমদানির অনাপত্তিপত্র দেয়া হয়েছে। শর্তে বলা হয়েছে, এই টিকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ওপর প্রয়োগ করা যাবে এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার দায়িত্ব রোসাটমকে বহন করতে হবে।

শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ , ১৬ মাঘ ১৪২৭, ১৬ জমাদিউস সানি ১৪৪২

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদেশি কর্মীদের জন্য আসছে রাশিয়ার টিকা

নিজস্ব বার্তা পরিবেশক |

সংযুক্ত আরব আমিরাতও সম্প্রতি রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুৎনিক-ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে দেশটিতে।

রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি-এর এক হাজার ডোজ দেশে আনার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ব্যবহারের জন্য এই টিকা আনার অনুমোদন দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার এই অনাপত্তি দেয়া হয় বলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি গতকাল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ান স্ট্যাট অ্যাটমিক এনার্জি করপোরেশন বা রোসাটম এই টিকা আনার জন্য আবেদন করে। ওইখানে যারা কাজ করছেন কর্মকর্তা-কর্মচারী তাদের জন্য টিকা আনার অনুমোদন চেয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আবেদনটি আমাদের কাছে এসেছে। সেজন্য শর্তসাপেক্ষে টিকা আমদানির অনাপত্তিপত্র দেয়া হয়েছে। শর্তে বলা হয়েছে, এই টিকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ওপর প্রয়োগ করা যাবে এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার দায়িত্ব রোসাটমকে বহন করতে হবে।