প্রধানমন্ত্রীর ইচ্ছায় উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছি : আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘নাসিক নির্বাচনে আমি মেয়র প্রার্থী হওয়ার জন্য আশা প্রকাশ করেছিলাম। কিন্তু নেত্রী আমাকে সিটি এলাকার বদলে পুরো জেলার উন্নয়নের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় পুরো জেলায় উন্নয়ন কর্মকা- পরিচালনার সুযোগ পেয়েছি।’

গতকাল দুপুরে দেওভোগ পাক্কা রোডে হাজী আবদুল হাকিম কন্ট্রাক্টর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ পূর্বে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া পর থেকে জেলা পরিষদ কী, তা সাধারণ মানুষের কাজে তুলে ধরতে সক্ষম হয়েছি। শুধু সিটি নয় পাঁচটি উপজেলার মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, আশ্রম, রাস্তা, ড্রেন, সহায়তাসহ বিভিন্ন উন্নয়নে জেলা পরিষদ অর্থায়ন দিয়েছে। যা অন্য সময় থেকে অনেক বেশি অর্থায়ন এবং উন্নয়নের প্রকাশ্য রূপ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নিজস্ব টেন্ডারবাজ বাহিনী কখনই গড়ে তুলিনি। সরকারের নিয়ম মেনে টেন্ডার পরিচালনা করেছি। কারও কাছে মাথা নত না করে ৪ বছর দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় চলতি বছরের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যেতে চাই।’

হাজী আবদুল হাকিম কন্ট্রাক্টর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, কাইয়ুম পারভেজ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আলী হাসান সজীব প্রমুখ।

শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ , ১৬ মাঘ ১৪২৭, ১৬ জমাদিউস সানি ১৪৪২

প্রধানমন্ত্রীর ইচ্ছায় উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছি : আনোয়ার হোসেন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘নাসিক নির্বাচনে আমি মেয়র প্রার্থী হওয়ার জন্য আশা প্রকাশ করেছিলাম। কিন্তু নেত্রী আমাকে সিটি এলাকার বদলে পুরো জেলার উন্নয়নের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় পুরো জেলায় উন্নয়ন কর্মকা- পরিচালনার সুযোগ পেয়েছি।’

গতকাল দুপুরে দেওভোগ পাক্কা রোডে হাজী আবদুল হাকিম কন্ট্রাক্টর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ পূর্বে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়া পর থেকে জেলা পরিষদ কী, তা সাধারণ মানুষের কাজে তুলে ধরতে সক্ষম হয়েছি। শুধু সিটি নয় পাঁচটি উপজেলার মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, আশ্রম, রাস্তা, ড্রেন, সহায়তাসহ বিভিন্ন উন্নয়নে জেলা পরিষদ অর্থায়ন দিয়েছে। যা অন্য সময় থেকে অনেক বেশি অর্থায়ন এবং উন্নয়নের প্রকাশ্য রূপ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নিজস্ব টেন্ডারবাজ বাহিনী কখনই গড়ে তুলিনি। সরকারের নিয়ম মেনে টেন্ডার পরিচালনা করেছি। কারও কাছে মাথা নত না করে ৪ বছর দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় চলতি বছরের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যেতে চাই।’

হাজী আবদুল হাকিম কন্ট্রাক্টর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, কাইয়ুম পারভেজ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আলী হাসান সজীব প্রমুখ।