রাতের আঁধারে পাকা সড়ক কেটে ড্রেন নির্মাণের অভিযোগ

চরফ্যাসনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে রাতের আধাঁরে এলজিইডির নির্মাণাধীন সরকারি পাকা সড়ক কেটে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কালাম মাঝি ও ছোটন, আকতার গংদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে এওয়াজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের কালা মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পাকা সড়ক কেটে দেয়ার ফলে ভোগান্তিতে পরার আশঙ্কা ওই গ্রামের প্রায় ৫ হাজার মানুষের। এ নিয়ে গ্রামজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলজিইডির কর্মকর্তারা গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়রা বাসিন্দারা অভিযোগ করেছেন।

জানা যায়, আবদুল মতিন কাজী দীর্ঘ ৬ বছর যাবত ওই এলাকায় কৃষি অফিসের অনুমোদিত ড্রেন দিয়ে ইরির সেচ প্রদান করেন আসছেন। সম্প্রতি সময়ে স্থানীয় কালাম মাঝি, আকতার, ছোটনগংরা মতিন কাজীকে ইরি সেচ থেকে উৎখাতের চেষ্টা করেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান আছে। আবুল কালাম মাঝি গংরা মতিন কাজীর ইরি ব্লকের সেচ কাজে বাধাগ্রস্ত করতে রাতে আধাঁরে মতিন কাজীর ইরি ব্লকের সংলগ্ন স্থানে পাকা সড়ক কেটে পাইপ বসিয়ে ড্রেন নির্মাণ কাজ করেন।

স্থানীয় ইউপি সদস্য জোবায়ের স¦পন জানান, অনুমতি ছাড়া পাকা সড়ক কাটার কারও কোন বৈধতা নাই।

শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ , ১৬ মাঘ ১৪২৭, ১৬ জমাদিউস সানি ১৪৪২

চরফ্যাসনে

রাতের আঁধারে পাকা সড়ক কেটে ড্রেন নির্মাণের অভিযোগ

প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

চরফ্যাসনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে রাতের আধাঁরে এলজিইডির নির্মাণাধীন সরকারি পাকা সড়ক কেটে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কালাম মাঝি ও ছোটন, আকতার গংদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে এওয়াজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের কালা মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পাকা সড়ক কেটে দেয়ার ফলে ভোগান্তিতে পরার আশঙ্কা ওই গ্রামের প্রায় ৫ হাজার মানুষের। এ নিয়ে গ্রামজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলজিইডির কর্মকর্তারা গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়রা বাসিন্দারা অভিযোগ করেছেন।

জানা যায়, আবদুল মতিন কাজী দীর্ঘ ৬ বছর যাবত ওই এলাকায় কৃষি অফিসের অনুমোদিত ড্রেন দিয়ে ইরির সেচ প্রদান করেন আসছেন। সম্প্রতি সময়ে স্থানীয় কালাম মাঝি, আকতার, ছোটনগংরা মতিন কাজীকে ইরি সেচ থেকে উৎখাতের চেষ্টা করেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান আছে। আবুল কালাম মাঝি গংরা মতিন কাজীর ইরি ব্লকের সেচ কাজে বাধাগ্রস্ত করতে রাতে আধাঁরে মতিন কাজীর ইরি ব্লকের সংলগ্ন স্থানে পাকা সড়ক কেটে পাইপ বসিয়ে ড্রেন নির্মাণ কাজ করেন।

স্থানীয় ইউপি সদস্য জোবায়ের স¦পন জানান, অনুমতি ছাড়া পাকা সড়ক কাটার কারও কোন বৈধতা নাই।