রাতে জলকপাট খুলে রেখেছে দুর্বৃত্ত : শুকিয়ে কয়েক হাজার একর বোরো

সেচ সংকটে দিশেহারা কৃষক

নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিণাঞ্চলের ৯নং খিলপাড়া ইউনিয়নের বালিয়াধর গ্রামের কচুয়া খালের সুইচ গেইট খুলে দেয়ায় এ অঞ্চলের কয়েক হাজার একর জমির বোরোধান উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। এতে করে কয়েক হাজার কৃষকও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। গত বুধবার সকালে শতাধিক কৃষক চাটখিলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিক্ষোভ মিছিল করে চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের নিকট তাদের অভিযোগ জানান।

কৃষকগণের অভিযোগ থেকে জানা যায়, বালিয়াধর গ্রামে কচুয়া খালে সরকারিভাবে অর্ধকোটি টাকা ব্যয়ে সুইচ গেইট নির্মাণ করা হয়। এ সুইচ গেইট থাকায় কচুয়া খালের পানি দিয়ে বালিয়াধর থেকে রুহিতখালী পর্যন্ত কৃষকরা কয়েক হাজার একর জমিতে বোরোধান চাষ করে থাকেন। ইতোমধ্যে কৃষকগণ বোরোধান রোপণ শেষ করেছেন। গত ২৫ জানুয়ারি রাতে কে বা কারা সুইচ গেইট খুলে দেয়। এতে করে কচুয়া খাল এবং জমিতে থাকা পানি নেমে যায়। জমিতে পানি না থাকায় কৃষকের রোপণ করা বোরোধান নষ্ট হতে চলেছে। বর্তমানে কৃষকগণ হতাশাগ্রস্ত হয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছেন। কৃষকগণ আরও অভিযোগ করেন একটি পরিবারের স্বার্থের জন্য হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হতে চলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, তিনি কৃষকদের নিকট থেকে অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।

image
আরও খবর
বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য দাবি চাষিদের
আধুনিক পদ্ধতিতে বোরোর বীজতলা-রোপণ-কর্তনে ব্যাপক সাড়া
পীরগঞ্জে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় হত ১
পঞ্চগড়ে এক বছরে নারী-শিশু নির্যাতন মামলা ২৯৯
বায়োফ্লকে মাছ চাষে সাফল্য : বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল
কাজিহাটায় রাস্তার কার্পেটিং তুলে ফেলল ভবনের মালিক
চাটমোহরে জমির উর্বর মাটি ইটভাটার গ্রাসে
গাইবান্ধায় একতা’র সুবর্ণজয়ন্তী উদযাপন
বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা হচ্ছে ডিজিটালাইজড
মাধবদীতে প্রতীক পেয়ে জমজমাট প্রচার
কালকিনিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
ময়মনসিংহে অজ্ঞাত দেহের রহস্য উন্মোচন
দুপচাঁচিয়ায় অভিযানেও বন্ধ হচ্ছে না বালু তোলা : হুমকিতে জনপদ
চাষাবাদের ট্রাক্টর ট্রলি বানিয়ে অবাধে ইট-বালি পরিবহন
বরেন্দ্র অঞ্চলে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

রাতে জলকপাট খুলে রেখেছে দুর্বৃত্ত : শুকিয়ে কয়েক হাজার একর বোরো

সেচ সংকটে দিশেহারা কৃষক

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

image

নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিণাঞ্চলের ৯নং খিলপাড়া ইউনিয়নের বালিয়াধর গ্রামের কচুয়া খালের সুইচ গেইট খুলে দেয়ায় এ অঞ্চলের কয়েক হাজার একর জমির বোরোধান উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। এতে করে কয়েক হাজার কৃষকও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। গত বুধবার সকালে শতাধিক কৃষক চাটখিলে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিক্ষোভ মিছিল করে চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের নিকট তাদের অভিযোগ জানান।

কৃষকগণের অভিযোগ থেকে জানা যায়, বালিয়াধর গ্রামে কচুয়া খালে সরকারিভাবে অর্ধকোটি টাকা ব্যয়ে সুইচ গেইট নির্মাণ করা হয়। এ সুইচ গেইট থাকায় কচুয়া খালের পানি দিয়ে বালিয়াধর থেকে রুহিতখালী পর্যন্ত কৃষকরা কয়েক হাজার একর জমিতে বোরোধান চাষ করে থাকেন। ইতোমধ্যে কৃষকগণ বোরোধান রোপণ শেষ করেছেন। গত ২৫ জানুয়ারি রাতে কে বা কারা সুইচ গেইট খুলে দেয়। এতে করে কচুয়া খাল এবং জমিতে থাকা পানি নেমে যায়। জমিতে পানি না থাকায় কৃষকের রোপণ করা বোরোধান নষ্ট হতে চলেছে। বর্তমানে কৃষকগণ হতাশাগ্রস্ত হয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছেন। কৃষকগণ আরও অভিযোগ করেন একটি পরিবারের স্বার্থের জন্য হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হতে চলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, তিনি কৃষকদের নিকট থেকে অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।