পঞ্চগড়ে এক বছরে নারী-শিশু নির্যাতন মামলা ২৯৯

পঞ্চগড় জেলায় ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন আইনে ২৯৯টি মামলা হয়েছে। পঞ্চগড় জেলার পাঁচটি থানা সুত্রে জানা যায়, ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন আইনে, পঞ্চগড় সদর থানায় ১১৬টি, দেবীগঞ্জে ৫৯টি, তেতুঁলিয়ায় ৪৫টি, আটোয়ারিতে ৪৩টি এবং বোদা থানায় ৩৬টি মোট ২৯৯টি মামলা হয়েছে। বিগত ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন আইনে পঞ্চগড় সদর থানায় ৯৯টি, দেবীগঞ্জে ৫৩টি, তেতুঁলিয়ায় ২৭টি, আটোয়ারীতে ৩৩টি এবং বোদা থানায় ৩৫টি মোট ২৪৭টি মামলা হয়েছিল।

আরও খবর
রাতে জলকপাট খুলে রেখেছে দুর্বৃত্ত : শুকিয়ে কয়েক হাজার একর বোরো
বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য দাবি চাষিদের
আধুনিক পদ্ধতিতে বোরোর বীজতলা-রোপণ-কর্তনে ব্যাপক সাড়া
পীরগঞ্জে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় হত ১
বায়োফ্লকে মাছ চাষে সাফল্য : বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল
কাজিহাটায় রাস্তার কার্পেটিং তুলে ফেলল ভবনের মালিক
চাটমোহরে জমির উর্বর মাটি ইটভাটার গ্রাসে
গাইবান্ধায় একতা’র সুবর্ণজয়ন্তী উদযাপন
বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা হচ্ছে ডিজিটালাইজড
মাধবদীতে প্রতীক পেয়ে জমজমাট প্রচার
কালকিনিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
ময়মনসিংহে অজ্ঞাত দেহের রহস্য উন্মোচন
দুপচাঁচিয়ায় অভিযানেও বন্ধ হচ্ছে না বালু তোলা : হুমকিতে জনপদ
চাষাবাদের ট্রাক্টর ট্রলি বানিয়ে অবাধে ইট-বালি পরিবহন
বরেন্দ্র অঞ্চলে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

পঞ্চগড়ে এক বছরে নারী-শিশু নির্যাতন মামলা ২৯৯

প্রতিনিধি, আটোয়ারী (পঞ্চগড়)

পঞ্চগড় জেলায় ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন আইনে ২৯৯টি মামলা হয়েছে। পঞ্চগড় জেলার পাঁচটি থানা সুত্রে জানা যায়, ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন আইনে, পঞ্চগড় সদর থানায় ১১৬টি, দেবীগঞ্জে ৫৯টি, তেতুঁলিয়ায় ৪৫টি, আটোয়ারিতে ৪৩টি এবং বোদা থানায় ৩৬টি মোট ২৯৯টি মামলা হয়েছে। বিগত ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন আইনে পঞ্চগড় সদর থানায় ৯৯টি, দেবীগঞ্জে ৫৩টি, তেতুঁলিয়ায় ২৭টি, আটোয়ারীতে ৩৩টি এবং বোদা থানায় ৩৫টি মোট ২৪৭টি মামলা হয়েছিল।