গাইবান্ধায় একতা’র সুবর্ণজয়ন্তী উদযাপন

সাপ্তাহিক একতা-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে একতা পাঠক ফোরাম,গাইবান্ধার উদ্যোগে গত শুক্রবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘একতার লড়াই, লড়াইয়ের একতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন একতা পাঠক ফোরাম গাইবান্ধার আহ্বাযক দেবাশীষ দাশ দেবু। সভাপতির মূল বক্তব্য উপস্থাপনের পর আলোচনায় অংশ নেন জেষ্ঠ্য সাংবাদিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দলাল দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, উদীচী গাইবান্ধার সভাপতি জহুরুল কাইযুম, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক সমিতির জেলা সভাপতি সুভাষ শাহ রায়, গণসঙ্গীত শিল্পী রণজিৎ সরকার, আদিল নান্নু, কালেরকণ্ঠ জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু,বাংলাদেশের সংবাদ জেলা প্রতিনিধি শামীম উল হক শাহিন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজা লুনা, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হেদায়তেুল ইসলাম বাবু, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, সময়ের আলো জেলা প্রতিনিধি ও গাইবান্ধা ডট নিউজের বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ প্রমুখ। একতা পাঠক ফোরাম গাইবান্ধার সদস্য সচিব মাহমুদুল গনি রিজন সেমিনার সঞ্চালনা করেন। সেমিনারে বক্তারা বলেন, সমাজতন্ত্র একদিন প্রতিষ্ঠিত হবে, পত্রিকা হিসেবে একতাও টিকে থাকবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদ, পুঁজিবাদ আর সামন্তবাদের বিরুদ্ধে পত্রিকাটি সব সময়ই ভূমিকা রেখে যাবে। বক্তারা আরও বলেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম বিশেষ করে সম্প্রচার মাধ্যম এগোচ্ছে।

আরও খবর
রাতে জলকপাট খুলে রেখেছে দুর্বৃত্ত : শুকিয়ে কয়েক হাজার একর বোরো
বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য দাবি চাষিদের
আধুনিক পদ্ধতিতে বোরোর বীজতলা-রোপণ-কর্তনে ব্যাপক সাড়া
পীরগঞ্জে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় হত ১
পঞ্চগড়ে এক বছরে নারী-শিশু নির্যাতন মামলা ২৯৯
বায়োফ্লকে মাছ চাষে সাফল্য : বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল
কাজিহাটায় রাস্তার কার্পেটিং তুলে ফেলল ভবনের মালিক
চাটমোহরে জমির উর্বর মাটি ইটভাটার গ্রাসে
বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা হচ্ছে ডিজিটালাইজড
মাধবদীতে প্রতীক পেয়ে জমজমাট প্রচার
কালকিনিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
ময়মনসিংহে অজ্ঞাত দেহের রহস্য উন্মোচন
দুপচাঁচিয়ায় অভিযানেও বন্ধ হচ্ছে না বালু তোলা : হুমকিতে জনপদ
চাষাবাদের ট্রাক্টর ট্রলি বানিয়ে অবাধে ইট-বালি পরিবহন
বরেন্দ্র অঞ্চলে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

‘একতার লড়াই, লড়াইয়ের একতা’

গাইবান্ধায় একতা’র সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রতিনিধি, গাইবান্ধা

সাপ্তাহিক একতা-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে একতা পাঠক ফোরাম,গাইবান্ধার উদ্যোগে গত শুক্রবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘একতার লড়াই, লড়াইয়ের একতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন একতা পাঠক ফোরাম গাইবান্ধার আহ্বাযক দেবাশীষ দাশ দেবু। সভাপতির মূল বক্তব্য উপস্থাপনের পর আলোচনায় অংশ নেন জেষ্ঠ্য সাংবাদিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দলাল দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, উদীচী গাইবান্ধার সভাপতি জহুরুল কাইযুম, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক সমিতির জেলা সভাপতি সুভাষ শাহ রায়, গণসঙ্গীত শিল্পী রণজিৎ সরকার, আদিল নান্নু, কালেরকণ্ঠ জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু,বাংলাদেশের সংবাদ জেলা প্রতিনিধি শামীম উল হক শাহিন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজা লুনা, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হেদায়তেুল ইসলাম বাবু, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, সময়ের আলো জেলা প্রতিনিধি ও গাইবান্ধা ডট নিউজের বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ প্রমুখ। একতা পাঠক ফোরাম গাইবান্ধার সদস্য সচিব মাহমুদুল গনি রিজন সেমিনার সঞ্চালনা করেন। সেমিনারে বক্তারা বলেন, সমাজতন্ত্র একদিন প্রতিষ্ঠিত হবে, পত্রিকা হিসেবে একতাও টিকে থাকবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদ, পুঁজিবাদ আর সামন্তবাদের বিরুদ্ধে পত্রিকাটি সব সময়ই ভূমিকা রেখে যাবে। বক্তারা আরও বলেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম বিশেষ করে সম্প্রচার মাধ্যম এগোচ্ছে।