বরেন্দ্র অঞ্চলে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

বরেন্দ্র অঞ্চলের আম গাছগুলোতে মুকুল আসতে এখনো দেরি। মাঘ মাস শেষ হয়ে ফাল্লুন মাসের শুরুর দিকে হালকা গরমে বাগানের প্রায় সব আম গাছে মুকুল আসতে শুরু করবে। এরইমধ্যে শুরু হয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের আগাম গাছ পরিচর্যা।

মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যতেœর প্রয়োজন হয়। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব?্যস্ত? সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ, সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। ফলন হবে ভাল। বরেন্দ্র অঞ্চল নওগাঁর পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগ নওগাঁর বরেন্দ্র অঞ্চলের। গত দেড়যুগ ধরে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে গোপালভোগ, হিমসাগর, লেংড়া, ফজলি, আশ্বিনা, আমরূপালী, বারী-৩, বারী-৪ ও লখনাসহ নানান জাতের আম চাষ হয়ে আসছে। অনান্য ফসলের চেয়ে আমে লাভ বেশি হওয়ায় দিন দিন চাষিরা আম চাষে আরও আগ্রহী হয়ে উঠছেন।

পোরশা উপজেলার ছাতিয়া গ্রামের আম চাষি আহসান হাবিব জানান, অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যতœ নেয়া শুরু করেছেন তারা। বিশেষ করে এ সময় তারা গাছে কীটনাশক স্প্রে করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, নওগাঁ জেলায় আম চাষ হচ্ছে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে। এরমধ্যে শুধুমাত্র পোরশা ও সাপাহার উপজেলায় আম চাষ হচ্ছে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে। আর প্রতি বছর প্রায় ১ হাজার হেক্টর নতুন নতুন জমিতে আম বাগান তৈরি হচ্ছে। আবহাওয়া ভাল থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে বলে তিনিও আশা প্রকাশ করেন। আর এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

আরও খবর
রাতে জলকপাট খুলে রেখেছে দুর্বৃত্ত : শুকিয়ে কয়েক হাজার একর বোরো
বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য দাবি চাষিদের
আধুনিক পদ্ধতিতে বোরোর বীজতলা-রোপণ-কর্তনে ব্যাপক সাড়া
পীরগঞ্জে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় হত ১
পঞ্চগড়ে এক বছরে নারী-শিশু নির্যাতন মামলা ২৯৯
বায়োফ্লকে মাছ চাষে সাফল্য : বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল
কাজিহাটায় রাস্তার কার্পেটিং তুলে ফেলল ভবনের মালিক
চাটমোহরে জমির উর্বর মাটি ইটভাটার গ্রাসে
গাইবান্ধায় একতা’র সুবর্ণজয়ন্তী উদযাপন
বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা হচ্ছে ডিজিটালাইজড
মাধবদীতে প্রতীক পেয়ে জমজমাট প্রচার
কালকিনিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
ময়মনসিংহে অজ্ঞাত দেহের রহস্য উন্মোচন
দুপচাঁচিয়ায় অভিযানেও বন্ধ হচ্ছে না বালু তোলা : হুমকিতে জনপদ
চাষাবাদের ট্রাক্টর ট্রলি বানিয়ে অবাধে ইট-বালি পরিবহন

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

বরেন্দ্র অঞ্চলে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

বরেন্দ্র অঞ্চলের আম গাছগুলোতে মুকুল আসতে এখনো দেরি। মাঘ মাস শেষ হয়ে ফাল্লুন মাসের শুরুর দিকে হালকা গরমে বাগানের প্রায় সব আম গাছে মুকুল আসতে শুরু করবে। এরইমধ্যে শুরু হয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের আগাম গাছ পরিচর্যা।

মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যতেœর প্রয়োজন হয়। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব?্যস্ত? সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ, সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। ফলন হবে ভাল। বরেন্দ্র অঞ্চল নওগাঁর পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগ নওগাঁর বরেন্দ্র অঞ্চলের। গত দেড়যুগ ধরে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে গোপালভোগ, হিমসাগর, লেংড়া, ফজলি, আশ্বিনা, আমরূপালী, বারী-৩, বারী-৪ ও লখনাসহ নানান জাতের আম চাষ হয়ে আসছে। অনান্য ফসলের চেয়ে আমে লাভ বেশি হওয়ায় দিন দিন চাষিরা আম চাষে আরও আগ্রহী হয়ে উঠছেন।

পোরশা উপজেলার ছাতিয়া গ্রামের আম চাষি আহসান হাবিব জানান, অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যতœ নেয়া শুরু করেছেন তারা। বিশেষ করে এ সময় তারা গাছে কীটনাশক স্প্রে করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, নওগাঁ জেলায় আম চাষ হচ্ছে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে। এরমধ্যে শুধুমাত্র পোরশা ও সাপাহার উপজেলায় আম চাষ হচ্ছে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে। আর প্রতি বছর প্রায় ১ হাজার হেক্টর নতুন নতুন জমিতে আম বাগান তৈরি হচ্ছে। আবহাওয়া ভাল থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে বলে তিনিও আশা প্রকাশ করেন। আর এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।