নানা রূপে নানান গল্পে দুরন্তর ‘কাট্টুস কুট্টুস’

রোববার থেকে বৃহস্পতিবার, বেলা ১১টা ৩০ মিনিটে ও বিকাল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে প্রচার হয় ধারাবাহিক অনুষ্ঠান ‘কাট্টুস কুট্টুস’।

এখানে নানান গল্প শিশুদের সামনে তুলে ধরা হয়েছে তিনটি ভিন্নরূপে। কখনও কোন গল্প ফুটিয়ে তোলা হয়েছে ছায়াবাজির (শ্যাডো পাপেট) মধ্য দিয়ে, কখনো কাগজের ভাঁজভুজের (অরিগামি) মধ্য দিয়ে, আবার কখনও বালুছবির (স্যান্ড আর্ট) মধ্য দিয়ে। ‘কাট্টুস কুট্টুস’ এ দেখা যাবে কাট্টুস ও কুট্টুস নামের দুষ্টু দুই বইপোকাকে। বইয়ের পাতা খেয়ে ফেলাই তাদের কাজ। সেই সঙ্গে তারা বইয়ের পাতায় লেখা গল্পগুলোও খেয়ে ফেলে। তাদের খেয়ে ফেলা গল্পগুলোই বিভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানটিতে পাপেটিয়ার হিসেবে আছেন সায়মা করিম ও মৃধা অয়োমী। অরিগামি ও শ্যাডো পাপেটিয়ার হিসেবে আছেন মো. সোহেল, নুরুল আবছার পলাশ ও মেহেদী হাসান স্বাধীন। স্যান্ড আর্ট করেছেন হরেন্দ্র নাথ রায় ও জয়েৎ কল্যাণ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির।

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

নানা রূপে নানান গল্পে দুরন্তর ‘কাট্টুস কুট্টুস’

বিনোদন প্রতিবেদক |

image

রোববার থেকে বৃহস্পতিবার, বেলা ১১টা ৩০ মিনিটে ও বিকাল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে প্রচার হয় ধারাবাহিক অনুষ্ঠান ‘কাট্টুস কুট্টুস’।

এখানে নানান গল্প শিশুদের সামনে তুলে ধরা হয়েছে তিনটি ভিন্নরূপে। কখনও কোন গল্প ফুটিয়ে তোলা হয়েছে ছায়াবাজির (শ্যাডো পাপেট) মধ্য দিয়ে, কখনো কাগজের ভাঁজভুজের (অরিগামি) মধ্য দিয়ে, আবার কখনও বালুছবির (স্যান্ড আর্ট) মধ্য দিয়ে। ‘কাট্টুস কুট্টুস’ এ দেখা যাবে কাট্টুস ও কুট্টুস নামের দুষ্টু দুই বইপোকাকে। বইয়ের পাতা খেয়ে ফেলাই তাদের কাজ। সেই সঙ্গে তারা বইয়ের পাতায় লেখা গল্পগুলোও খেয়ে ফেলে। তাদের খেয়ে ফেলা গল্পগুলোই বিভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানটিতে পাপেটিয়ার হিসেবে আছেন সায়মা করিম ও মৃধা অয়োমী। অরিগামি ও শ্যাডো পাপেটিয়ার হিসেবে আছেন মো. সোহেল, নুরুল আবছার পলাশ ও মেহেদী হাসান স্বাধীন। স্যান্ড আর্ট করেছেন হরেন্দ্র নাথ রায় ও জয়েৎ কল্যাণ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির।