বিএফডিসিতে মোল্লার মুড়ি উৎসব

রাজ্জাক, শাবানা, আলমগীর, মান্না, সালমান শাহ থেকে শুরু করে এ সময়ের সব তারকা ও এফডিসির কলাকুশলীদের প্রিয় মুখ, অনেক দিনের চেনা মোল্লা, আর তার ঝালমুড়ি। গত ৭ জানুয়ারি তাকে নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশের পর সাড়া মিলছে বিভিন্ন মহল থেকে। দেশের বিভিন্ন গণমাধ্যমে মোল্লার খবরটি প্রকাশ হয়। জীবন সায়াহ্নে এসে মোল্লা বাড়ি ফিরতে চান। বাড়ি ফিরে জীবন ধারণের জন্য দরকার কমপক্ষে এক লাখ টাকার। কিন্তু একজন মুড়ি বিক্রেতার সেই সামর্থ্য কোথায়? ১৯৭২ সাল থেকে এফডিসির মসজিদে বিনা পারিশ্রমিকে খাদেম হিসেবে কাজ শুরু করেন তিনি। এখনও সেই পেশায় নিয়োজিত আছেন। পাশপাশি ঝালমুড়ি বিক্রি করে চলছিল তার জীবিকা। বর্তমানে তিনি অসুস্থ, হাত-পা আগের মতো সচল নেই। প্যারালাইসিসের কারণে শরীরের একপাশ অবশ, এক হাত দিয়েই সাড়তে হয় সব কাজ।

এফডিসিতে এক আড্ডায় কয়েকজন চলচ্চিত্র সাংবাদিক মোল্লাকে নিজ বাড়িতে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। মোল্লার মুড়ি উৎসবের মাধ্যমেই তা করা হবে, এমন সিদ্ধান্ত নেয় তারা। তারা হলেন- মাজহার বাবু, আহম্মেদ তেপান্তর, রাহাত সাইফুল, এএইচ মুরাদ, আসিফ আলম, রঞ্জু সরকার, রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।

মোল্লা যাবে বাড়িÑ এই সেøøাগান তুলে ৩ দিনের এই মুড়ি উৎসবের শুরুটা হয়েছে গত শুক্রবার থেকে। স্থান বিএফডিসি। প্রতিদিন এ উৎসব চলছে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আজ রোববার আয়োজনের শেষ দিন একই সূচিতে এই আয়োজন থাকছে। প্রথম দিনেই দারুণ সাড়া পড়েছে এই উৎসবে। এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে পাওয়া গেছে আর্থিক আশ্বাস। আয়োজকরা মুড়ি উৎসবের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৮ সংগঠনকে।

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

বিএফডিসিতে মোল্লার মুড়ি উৎসব

বিনোদন প্রতিবেদক |

image

রাজ্জাক, শাবানা, আলমগীর, মান্না, সালমান শাহ থেকে শুরু করে এ সময়ের সব তারকা ও এফডিসির কলাকুশলীদের প্রিয় মুখ, অনেক দিনের চেনা মোল্লা, আর তার ঝালমুড়ি। গত ৭ জানুয়ারি তাকে নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশের পর সাড়া মিলছে বিভিন্ন মহল থেকে। দেশের বিভিন্ন গণমাধ্যমে মোল্লার খবরটি প্রকাশ হয়। জীবন সায়াহ্নে এসে মোল্লা বাড়ি ফিরতে চান। বাড়ি ফিরে জীবন ধারণের জন্য দরকার কমপক্ষে এক লাখ টাকার। কিন্তু একজন মুড়ি বিক্রেতার সেই সামর্থ্য কোথায়? ১৯৭২ সাল থেকে এফডিসির মসজিদে বিনা পারিশ্রমিকে খাদেম হিসেবে কাজ শুরু করেন তিনি। এখনও সেই পেশায় নিয়োজিত আছেন। পাশপাশি ঝালমুড়ি বিক্রি করে চলছিল তার জীবিকা। বর্তমানে তিনি অসুস্থ, হাত-পা আগের মতো সচল নেই। প্যারালাইসিসের কারণে শরীরের একপাশ অবশ, এক হাত দিয়েই সাড়তে হয় সব কাজ।

এফডিসিতে এক আড্ডায় কয়েকজন চলচ্চিত্র সাংবাদিক মোল্লাকে নিজ বাড়িতে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। মোল্লার মুড়ি উৎসবের মাধ্যমেই তা করা হবে, এমন সিদ্ধান্ত নেয় তারা। তারা হলেন- মাজহার বাবু, আহম্মেদ তেপান্তর, রাহাত সাইফুল, এএইচ মুরাদ, আসিফ আলম, রঞ্জু সরকার, রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।

মোল্লা যাবে বাড়িÑ এই সেøøাগান তুলে ৩ দিনের এই মুড়ি উৎসবের শুরুটা হয়েছে গত শুক্রবার থেকে। স্থান বিএফডিসি। প্রতিদিন এ উৎসব চলছে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আজ রোববার আয়োজনের শেষ দিন একই সূচিতে এই আয়োজন থাকছে। প্রথম দিনেই দারুণ সাড়া পড়েছে এই উৎসবে। এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে পাওয়া গেছে আর্থিক আশ্বাস। আয়োজকরা মুড়ি উৎসবের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৮ সংগঠনকে।