মেয়র পদে নৌকার জয়-জয়কার

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দশটি রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ-বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যেই হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ ৪১টি, ধানের শীষ প্রতীকে বিএনপি ৩টি পৌরসভায় এবং অন্যান্য (স্বতন্ত্রসহ) প্রতীকের প্রার্থীরা ১২টি পৌরসভায় জয়লাভ করেছেন। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পারভেজ মিয়া ২১ হাজার ৮২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইসরাঈল মিয়া পেয়েছেন ২০ হাজার ৯৫৪ ভোট।

নড়াইল : নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আঞ্জুমান আরা পেয়েছেন ১৯ হাজার ২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৮৭১ ভোট।

কালিয়া : কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা ১২ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬২৬ ভোট।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৯১ ভোট।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফেনী : ফেনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে নজরুল ইসলাম স্বপন মিয়াজি ৬৭ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আলাল উদ্দীন আলাল পেয়ছেন ১ হাজার ৫৬৫ ভোট ।

মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৬৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অলিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নৌকার প্রার্থী আলহাজ মামুন সরকার মিঠু ১৫,৫৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৭,৪১৩ ভোট। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আতাউর রহমান পেয়েছেন ৩,৫২৮ ভোট।

বরগুনা : বরগুনা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। ৯ হাজার ২৯৭ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন পেয়েছেন ৬ হাজার ৯০৩ ভোট।

পাথরঘাটা : অপরদিকে পাথরঘাটা পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান খান পেয়েছেন ২ হাজার ২৩২ ভোট।

নওগাঁ : তৃতীয় ধাপে নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৯৮২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. আমিনুর রহমান পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) মাহববুর রহমান চপল পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট।

হাতিয়া : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কেএম ওবায়েদ উল্যাহ ১৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুর রহিম পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

বগুড়া : বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ (জগ) তৃতীয় বারের মতো মেয়র পদে ৩৯০২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক (নৌকা) পেয়েছেন ২৯৩২ ভোট।

যশোর : মণিরামপুর পৌরসভার মেয়র হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র এক হাজার ৭০০ ভোট।

পিরোজপুর : পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির (নৌকা) ৩ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) ৩ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।

দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জামিল হোসেন চলন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে সাখোয়াত হোসেন শিল্পী। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ ৪ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।

নওগাঁ : নওগাঁ পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি। তিনি ধানের ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।

ভোলা : ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। বোরহানউদ্দিনে ৭১০৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। তার নিকটতম প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীকের মো. মনিরুজ্জামান কবির। তিনি পেয়েছেন ৬৬৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম পেয়েছেন ২৪১ ভোট।

দৌলতখান : অপরদিকে দৌলতখানে মো. জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি দলীয় প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৮৪০ ভোট। রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

নোয়াখালী : নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের খালেদ সাইফুল্লাহ ১৩ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বড় ভাই। খালেদ সাইফুল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০ হাজার ৯৯৫ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।

বেশকিছু কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ফাঁকাগুলি, জালভোট, অনিয়ম আর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জনের মধ্যে গতকাল তৃতীয় ধাপে ৬২ পৌরসভার নির্বাচন শেষ হয়। তবে অধিকাংশ পৌরসভায় মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচনের খবর পাওয়া গেছে। সকাল ৮টা থেকে এসব পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়, চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

মেয়র পদে একক প্রার্থী হওয়ায় ভোটের আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। এ ধাপে ২৫ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং ৯ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তৃতীয় ধাপে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও কয়েকটি পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কনিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী দিয়েছে।

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

মেয়র পদে নৌকার জয়-জয়কার

নিজস্ব বার্তা পরিবেশক |

image

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দশটি রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ-বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যেই হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ ৪১টি, ধানের শীষ প্রতীকে বিএনপি ৩টি পৌরসভায় এবং অন্যান্য (স্বতন্ত্রসহ) প্রতীকের প্রার্থীরা ১২টি পৌরসভায় জয়লাভ করেছেন। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পারভেজ মিয়া ২১ হাজার ৮২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইসরাঈল মিয়া পেয়েছেন ২০ হাজার ৯৫৪ ভোট।

নড়াইল : নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আঞ্জুমান আরা পেয়েছেন ১৯ হাজার ২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৮৭১ ভোট।

কালিয়া : কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা ১২ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬২৬ ভোট।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৯১ ভোট।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফেনী : ফেনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে নজরুল ইসলাম স্বপন মিয়াজি ৬৭ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আলাল উদ্দীন আলাল পেয়ছেন ১ হাজার ৫৬৫ ভোট ।

মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৬৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অলিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নৌকার প্রার্থী আলহাজ মামুন সরকার মিঠু ১৫,৫৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৭,৪১৩ ভোট। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আতাউর রহমান পেয়েছেন ৩,৫২৮ ভোট।

বরগুনা : বরগুনা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। ৯ হাজার ২৯৭ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন পেয়েছেন ৬ হাজার ৯০৩ ভোট।

পাথরঘাটা : অপরদিকে পাথরঘাটা পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান খান পেয়েছেন ২ হাজার ২৩২ ভোট।

নওগাঁ : তৃতীয় ধাপে নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৯৮২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. আমিনুর রহমান পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) মাহববুর রহমান চপল পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট।

হাতিয়া : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কেএম ওবায়েদ উল্যাহ ১৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুর রহিম পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

বগুড়া : বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ (জগ) তৃতীয় বারের মতো মেয়র পদে ৩৯০২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক (নৌকা) পেয়েছেন ২৯৩২ ভোট।

যশোর : মণিরামপুর পৌরসভার মেয়র হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র এক হাজার ৭০০ ভোট।

পিরোজপুর : পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির (নৌকা) ৩ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) ৩ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।

দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জামিল হোসেন চলন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে সাখোয়াত হোসেন শিল্পী। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ ৪ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।

নওগাঁ : নওগাঁ পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি। তিনি ধানের ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।

ভোলা : ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। বোরহানউদ্দিনে ৭১০৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। তার নিকটতম প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীকের মো. মনিরুজ্জামান কবির। তিনি পেয়েছেন ৬৬৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম পেয়েছেন ২৪১ ভোট।

দৌলতখান : অপরদিকে দৌলতখানে মো. জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি দলীয় প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৮৪০ ভোট। রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

নোয়াখালী : নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের খালেদ সাইফুল্লাহ ১৩ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বড় ভাই। খালেদ সাইফুল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০ হাজার ৯৯৫ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।

বেশকিছু কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ফাঁকাগুলি, জালভোট, অনিয়ম আর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জনের মধ্যে গতকাল তৃতীয় ধাপে ৬২ পৌরসভার নির্বাচন শেষ হয়। তবে অধিকাংশ পৌরসভায় মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচনের খবর পাওয়া গেছে। সকাল ৮টা থেকে এসব পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়, চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

মেয়র পদে একক প্রার্থী হওয়ায় ভোটের আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। এ ধাপে ২৫ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং ৯ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তৃতীয় ধাপে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও কয়েকটি পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কনিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী দিয়েছে।