কুমিল্লায় সংবাদ প্রতিনিধির ওপর হামলা

‘আমরা সরকারি দলের লোক কেন্দ্র থেকে বের হয়ে যাও’

‘কারও হাতে সিল, আবার কারও হাতে ছিল ব্যালট পেপার। ভোট কক্ষের ভেতরে প্রকাশ্যেই দেয়া হচ্ছে জাল ভোট। এ নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বক্তার হোসেনের এজেন্ট ও বহিরাগত লোকজন। একের পর এক ব্যালটে মারা হচ্ছে সিল। কেন্দ্রের বাইরে থেকে এ দৃশ্য ধারণ করতে গেলে বলা হয়- আমরা সরকারি দলের লোক, কেন্দ্র থেকে বের হয়ে যাও। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোন এবং মাটিতে নিক্ষেপ করে ভেঙ্গে ফেলা হয়। এ সময় ছিঁড়ে ফেলা হয় পরিচয়পত্রও।’ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক সংবাদ-এর কুমিল্লা জেলা বার্তা পরিবেশক জাহিদুর রহমানের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লার বরুড়া পৌরসভার উত্তর শিলমুড়ি ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে লতিফপুর কেন্দ্রে। তবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল।

জানা গেছে, শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে বরুড়া পৌরসভার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুরসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটে। নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও লাঞ্ছিতের শিকার হন গণমাধ্যম কর্মীরাও। দুপুর ১টা ৪০ মিনিটে বরুড়া পৌরসভার শালুকিয়া কেন্দ্রে যাওয়ার পথে ৪টি মোটরসাইকেল দিয়ে গতিরোধ করে সাপ্তাহিক অপরাধ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক জসীম উদ্দিন খোকনের কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এর আগে লতিফপুর কেন্দ্রে সংবাদের জেলা বার্তা পরিবেশক জাহিদুর রহমানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। বিষয়টি অবগত হয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানসহ প্রশাসন, পুলিশ-র‌্যাব ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা। দ্রুত জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল জানান, ‘অতিরঞ্জিত কিছু লোক এমন কাজ করেছে। আই উইল সলভ দিজ প্রবলেম (আমি এটা সমাধান করব)।’ কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ‘অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’ রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, যেহেতু এটা ক্রিমিনাল অফেনস্। লিখিত অভিযোগ পেলে পুলিশকে ফরোয়ার্ড করা হবে।

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

কুমিল্লায় সংবাদ প্রতিনিধির ওপর হামলা

‘আমরা সরকারি দলের লোক কেন্দ্র থেকে বের হয়ে যাও’

‘কারও হাতে সিল, আবার কারও হাতে ছিল ব্যালট পেপার। ভোট কক্ষের ভেতরে প্রকাশ্যেই দেয়া হচ্ছে জাল ভোট। এ নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বক্তার হোসেনের এজেন্ট ও বহিরাগত লোকজন। একের পর এক ব্যালটে মারা হচ্ছে সিল। কেন্দ্রের বাইরে থেকে এ দৃশ্য ধারণ করতে গেলে বলা হয়- আমরা সরকারি দলের লোক, কেন্দ্র থেকে বের হয়ে যাও। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোন এবং মাটিতে নিক্ষেপ করে ভেঙ্গে ফেলা হয়। এ সময় ছিঁড়ে ফেলা হয় পরিচয়পত্রও।’ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক সংবাদ-এর কুমিল্লা জেলা বার্তা পরিবেশক জাহিদুর রহমানের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লার বরুড়া পৌরসভার উত্তর শিলমুড়ি ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে লতিফপুর কেন্দ্রে। তবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল।

জানা গেছে, শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে বরুড়া পৌরসভার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুরসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটে। নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও লাঞ্ছিতের শিকার হন গণমাধ্যম কর্মীরাও। দুপুর ১টা ৪০ মিনিটে বরুড়া পৌরসভার শালুকিয়া কেন্দ্রে যাওয়ার পথে ৪টি মোটরসাইকেল দিয়ে গতিরোধ করে সাপ্তাহিক অপরাধ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক জসীম উদ্দিন খোকনের কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এর আগে লতিফপুর কেন্দ্রে সংবাদের জেলা বার্তা পরিবেশক জাহিদুর রহমানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। বিষয়টি অবগত হয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানসহ প্রশাসন, পুলিশ-র‌্যাব ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা। দ্রুত জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল জানান, ‘অতিরঞ্জিত কিছু লোক এমন কাজ করেছে। আই উইল সলভ দিজ প্রবলেম (আমি এটা সমাধান করব)।’ কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ‘অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’ রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, যেহেতু এটা ক্রিমিনাল অফেনস্। লিখিত অভিযোগ পেলে পুলিশকে ফরোয়ার্ড করা হবে।