সৌদি-আমিরাতে চিরতরে ক্ষেপণাস্ত্র বেচবে না ইতালি

ইয়েমেনে সংঘর্ষে জড়িত থাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইয়ো এ ঘোষণা দেন। এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে ইতালির অস্ত্র বিক্রির ১৮ মাসের স্থগিতাদেশ স্থায়ী রূপ নিল। আল জাজিরা

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ও আমিরাতে ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী বিমান রপ্তানি বন্ধ করেছে ইতালি। এর মাধ্যমে আমরা শান্তির বার্তা দিতে চাই। মানবাধিকারের প্রতি সম্মানের বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। এ সময় ইতালির পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনের নাম উল্লেখ করেননি। তবে ২০১৯ সালের জুলাইয়ে সৌদি আরব ও আমিরাতে অস্ত্র বিক্রির প্রাথমিক স্থগিতাদেশের সময় ইয়েমেনে সংঘাতের কথা বলেছিলেন তিনি। পিস অ্যান্ড ডিসআর্মামেন্ট নামের ইতালির একটি সংগঠন সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে।

এ ঘোষণায় মধ্যপ্রাচ্যে ১২ হাজার ৭০০টির বেশি কামান বিক্রির সিদ্ধান্ত বাতিল হবে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ৪৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ২০ হাজার ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেন। ওইসব অস্ত্র বিক্রি এ নতুন সিদ্ধান্তের ফলে বন্ধ হবে।

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

সৌদি-আমিরাতে চিরতরে ক্ষেপণাস্ত্র বেচবে না ইতালি

ইয়েমেনে সংঘর্ষে জড়িত থাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইয়ো এ ঘোষণা দেন। এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে ইতালির অস্ত্র বিক্রির ১৮ মাসের স্থগিতাদেশ স্থায়ী রূপ নিল। আল জাজিরা

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ও আমিরাতে ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী বিমান রপ্তানি বন্ধ করেছে ইতালি। এর মাধ্যমে আমরা শান্তির বার্তা দিতে চাই। মানবাধিকারের প্রতি সম্মানের বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। এ সময় ইতালির পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনের নাম উল্লেখ করেননি। তবে ২০১৯ সালের জুলাইয়ে সৌদি আরব ও আমিরাতে অস্ত্র বিক্রির প্রাথমিক স্থগিতাদেশের সময় ইয়েমেনে সংঘাতের কথা বলেছিলেন তিনি। পিস অ্যান্ড ডিসআর্মামেন্ট নামের ইতালির একটি সংগঠন সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে।

এ ঘোষণায় মধ্যপ্রাচ্যে ১২ হাজার ৭০০টির বেশি কামান বিক্রির সিদ্ধান্ত বাতিল হবে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ৪৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ২০ হাজার ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেন। ওইসব অস্ত্র বিক্রি এ নতুন সিদ্ধান্তের ফলে বন্ধ হবে।