চ্যানেল আইয়ে বাংলা খেয়াল উৎসব আজ শুরু

‘চ্যানেল আই’য়ে শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব। কিংবদন্তি সংগীতজ্ঞ প্রয়াত আজাদ রহমান স্মরণে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব ২০২১’ আজ বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হচ্ছে শেষ হবে আগামীকাল সকাল ৯টায়।

এ উপলক্ষে গতকাল তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন এ বছরের আয়োজন অন্য যেকোন বছরের চেয়ে আলাদা।

এ সময় উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব¡ ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. অসীত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ, অধ্যাপক ড. নাশিদ কামাল. অনীল কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ , ১৭ মাঘ ১৪২৭, ১৭ জমাদিউস সানি ১৪৪২

চ্যানেল আইয়ে বাংলা খেয়াল উৎসব আজ শুরু

image

বাংলা খেয়াল উৎসব উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন -সংবাদ

‘চ্যানেল আই’য়ে শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব। কিংবদন্তি সংগীতজ্ঞ প্রয়াত আজাদ রহমান স্মরণে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব ২০২১’ আজ বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হচ্ছে শেষ হবে আগামীকাল সকাল ৯টায়।

এ উপলক্ষে গতকাল তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন এ বছরের আয়োজন অন্য যেকোন বছরের চেয়ে আলাদা।

এ সময় উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব¡ ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. অসীত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ, অধ্যাপক ড. নাশিদ কামাল. অনীল কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।