গান শোনাতে ধ্রুব মিউজিক গ্যালারি

আসিফকে দিয়ে শুরু

গান মূলত শ্রুতির বিষয় এবং গান মানুষ বারবার শোনে। যদিও মিউজিক ভিডিওর বদৌলতে গান এখন দেখারও বিষয়ে পরিণত হয়েছে বেশি। আর তাই এ সুযোগটা কাজে লাগিয়ে কণ্ঠের দাপট নেই এমন অনেকেই সঙ্গীত শিল্পী হয়ে যেতে চাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে গান মনে না ধরলে গানের সঙ্গে যত ভাল ভিডিওচিত্রই থাকুক পরে সেই গান আর কেউ শুনছে না। এমন পরিস্থিতিতে নতুন বছরে এসে একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। শ্রোতাদের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলছে নতুন ইউটিউব চ্যানেল! নাম ধ্রুব মিউজিক গ্যালারি (ডিএমজি)। যেখানে গান দেখা নয়, ব্যবস্থা হচ্ছে শোনার।

মাধ্যমটি আজ বিকেল ৫টায় যাত্রা শুরু করছে আসিফ আকবরের নতুন গান ‘পাষাণী’ প্রকাশের মধ্য দিয়ে। গানটি লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন মিলন আর সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি। ইউটিউব চ্যানেলের বাইরেও গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপ-এ।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ জানালেন, ‘গানের আবেদনকে স্থায়ী রূপ দিতেই শুরু হচ্ছে ধ্রুব মিউজিক গ্যালারি। দর্শক নয়, এই ইউটিউব প্ল্যাটফর্ম শুধুই শ্রোতাদের জন্য।’ আসিফ আকবর বলেন, ধ্রুব দা’র সঠিক সময়ে সচেতন দৃষ্টি আমাকে মুগ্ধ করে। ধ্রুব মিউজিক গ্যালারির জন্য শুভ কামনা। আমার নতুন গানে আসিফিয়ানরা পুরনো আসিফ আকবরকে খুঁজে পাবে।

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

গান শোনাতে ধ্রুব মিউজিক গ্যালারি

আসিফকে দিয়ে শুরু

বিনোদন প্রতিবেদক |

image

গান মূলত শ্রুতির বিষয় এবং গান মানুষ বারবার শোনে। যদিও মিউজিক ভিডিওর বদৌলতে গান এখন দেখারও বিষয়ে পরিণত হয়েছে বেশি। আর তাই এ সুযোগটা কাজে লাগিয়ে কণ্ঠের দাপট নেই এমন অনেকেই সঙ্গীত শিল্পী হয়ে যেতে চাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে গান মনে না ধরলে গানের সঙ্গে যত ভাল ভিডিওচিত্রই থাকুক পরে সেই গান আর কেউ শুনছে না। এমন পরিস্থিতিতে নতুন বছরে এসে একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। শ্রোতাদের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলছে নতুন ইউটিউব চ্যানেল! নাম ধ্রুব মিউজিক গ্যালারি (ডিএমজি)। যেখানে গান দেখা নয়, ব্যবস্থা হচ্ছে শোনার।

মাধ্যমটি আজ বিকেল ৫টায় যাত্রা শুরু করছে আসিফ আকবরের নতুন গান ‘পাষাণী’ প্রকাশের মধ্য দিয়ে। গানটি লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন মিলন আর সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি। ইউটিউব চ্যানেলের বাইরেও গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপ-এ।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ জানালেন, ‘গানের আবেদনকে স্থায়ী রূপ দিতেই শুরু হচ্ছে ধ্রুব মিউজিক গ্যালারি। দর্শক নয়, এই ইউটিউব প্ল্যাটফর্ম শুধুই শ্রোতাদের জন্য।’ আসিফ আকবর বলেন, ধ্রুব দা’র সঠিক সময়ে সচেতন দৃষ্টি আমাকে মুগ্ধ করে। ধ্রুব মিউজিক গ্যালারির জন্য শুভ কামনা। আমার নতুন গানে আসিফিয়ানরা পুরনো আসিফ আকবরকে খুঁজে পাবে।