কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি নরেন্দ্র মোদি

আন্দোলনরত কৃষকরা চাইলেই আবার আলোচনায় বসতে রাজি ভারতের কেন্দ্রীয় সরকার। সর্বদলীয় বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির প্রথা অনুযায়ী সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী সব সংসদীয় দলের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে তিনি বলেন, ‘কৃষি আইন সাময়িক স্থগিত রাখতে প্রস্তুত সরকার। তিনটি নতুন কৃষি আইন আপাতত স্থগিত রাখার প্রস্তাব এখনও বহাল রয়েছে। কৃষক নেতারা একটা ফোন করলেই হলো। তা হলেই ফের আলোচনা শুরু করা যাবে।’

প্রধানমন্ত্রী মোদি আশ্বাস দেন, কৃষকদের দাবি এবং সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাবে তার সরকার।

বৈঠকে সব দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের ফোন কলের অপেক্ষায় ছিলেন। এ মাসের শুরুর দিকে কৃষক নেতাদের কাছে এই বিষয়টি জানানো হয়েছিল।’

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি নরেন্দ্র মোদি

আন্দোলনরত কৃষকরা চাইলেই আবার আলোচনায় বসতে রাজি ভারতের কেন্দ্রীয় সরকার। সর্বদলীয় বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির প্রথা অনুযায়ী সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী সব সংসদীয় দলের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে তিনি বলেন, ‘কৃষি আইন সাময়িক স্থগিত রাখতে প্রস্তুত সরকার। তিনটি নতুন কৃষি আইন আপাতত স্থগিত রাখার প্রস্তাব এখনও বহাল রয়েছে। কৃষক নেতারা একটা ফোন করলেই হলো। তা হলেই ফের আলোচনা শুরু করা যাবে।’

প্রধানমন্ত্রী মোদি আশ্বাস দেন, কৃষকদের দাবি এবং সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাবে তার সরকার।

বৈঠকে সব দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের ফোন কলের অপেক্ষায় ছিলেন। এ মাসের শুরুর দিকে কৃষক নেতাদের কাছে এই বিষয়টি জানানো হয়েছিল।’