এবিএস ক্যাবলস লি. ও ই-ভ্যালির মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্প্রতি ই-ভ্যালী’র প্রধান কার্যলয়ে এবিএস ক্যাবলস্ লি. এর সঙ্গে ই-ভ্যালী ডট কম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবিএস ক্যাবলস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাউসার জামান বাপ্পী এবং ই-ভ্যালী’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এবিএস ক্যাবলস্ লি. দেশের একটি স্বনামধন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান যা চতুর্থ প্রজন্মের জার্মান প্রযুক্তি মেশিনারিজ দ্বারা পরিচালিত। এই চুক্তির ফলে ই-ভ্যালী’র গ্রাহকগন এবিএস ব্র্যান্ডের অপটিক্যাল ফাইবার ক্যাবল ই-ভ্যালীর কাছ থেকে ক্রয় করতে পারবেন।

এবিএস ক্যাবলস্ লি. এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) দেওয়ান মো. আব্দুল মতিন, সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) মোহাম্মদ তাইফুর মাহমুদ ও ব্র্যান্ড কলসালটেন্ট মোহাম্মদ ইমরান এবং ই-ভ্যালী ডট কম লিমিটেডের কমার্শিয়াল বিভাগের প্রধান মো. সাজ্জাদ আলম ও সিনিয়র মুখ্য হিসাব ব্যবস্থাপক মীর তৌহিদুর রহমান অনান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

এবিএস ক্যাবলস লি. ও ই-ভ্যালির মধ্যে চুক্তি স্বাক্ষর

image

সম্প্রতি ই-ভ্যালী’র প্রধান কার্যলয়ে এবিএস ক্যাবলস্ লি. এর সঙ্গে ই-ভ্যালী ডট কম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবিএস ক্যাবলস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাউসার জামান বাপ্পী এবং ই-ভ্যালী’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এবিএস ক্যাবলস্ লি. দেশের একটি স্বনামধন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান যা চতুর্থ প্রজন্মের জার্মান প্রযুক্তি মেশিনারিজ দ্বারা পরিচালিত। এই চুক্তির ফলে ই-ভ্যালী’র গ্রাহকগন এবিএস ব্র্যান্ডের অপটিক্যাল ফাইবার ক্যাবল ই-ভ্যালীর কাছ থেকে ক্রয় করতে পারবেন।

এবিএস ক্যাবলস্ লি. এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) দেওয়ান মো. আব্দুল মতিন, সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) মোহাম্মদ তাইফুর মাহমুদ ও ব্র্যান্ড কলসালটেন্ট মোহাম্মদ ইমরান এবং ই-ভ্যালী ডট কম লিমিটেডের কমার্শিয়াল বিভাগের প্রধান মো. সাজ্জাদ আলম ও সিনিয়র মুখ্য হিসাব ব্যবস্থাপক মীর তৌহিদুর রহমান অনান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।