পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ মার্চ

কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে মামলার এজাহার গ্রহণের জন্য উপস্থাপন করা হয়। আদালত তা গ্রহণ করে আগামী ১০ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, পাপুল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তদন্ত করে মোট ৩৫৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা জমা থাকায় মানিলন্ডারিং আইনে ২২ ডিসেম্বর পল্টন থানায় মামলা করা হয়। আসামিরা মানবপাচারকারী চক্র। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। যার সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।

মামলার আসামিরা হলো- কাজী শহিদ ইসলাম পাপুল, পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম, মোহাম্মদ সাদিকুর রহমান মনির (পাপুলের ব্যক্তিগত কর্মচারী), জেসমিন প্রধান (পাপুলের শ্যালিকা), ওয়াফা ইসলাম (পাপুলের মেয়ে), কাজী বদরুল আলম লিটন (পাপুলের ভাই), গোলাম মোস্তফা (মানবপাচারে সংশ্লিষ্ট জব ব্যাংক ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের ম্যানেজার)। এছাড়া মামলায় দুটি প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। সেগুলো হলো- জে.ডব্লিউ লীলাবালী ও জব ব্যাংক ইন্টারন্যাশনাল। জে. ডব্লিউ লীলাবালীর প্রোপ্রাইটর পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান এবং জব ব্যাংক ইন্টারন্যাশনালের প্রোপাইটর পাপুলের ভাই কাজী বদরুল আলম লিটন।

আরও খবর
দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধীদলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে প্রধানমন্ত্রী
২৭ মার্চ হতে পারে হাসিনা-মোদির বৈঠক
তালিকায় ডব্লিউএইচও থুনবার্গ ও নাভালনি
সাম্প্রদায়িক অপশক্তি সরকারি দল ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে নির্মূল কমিটি
দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
মাসব্যাপী অনলাইন একুশে বইমেলা উদ্বোধন
লালদীঘি পার্কে জ্যোৎস্না উৎসব
জাতীয় প্রেসক্লাবে কবিতাপত্রের কবিতা পাঠ
ভিডিও করে ভয় দেখিয়ে অর্থ আদায় চক্র : গ্রেপ্তার ৬
বিদ্রোহী হামলা থেকে চীনা শ্রমিকদের রক্ষা করল বাংলাদেশ শান্তিরক্ষীরা
প্রাথমিকে চালু হচ্ছে ইংরেজি ভার্সন
১৩ মার্চ সীমিত পরিসরে খুলছে ঢাবি হল
সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৪ ফেব্রুয়ারি
ফুল বিক্রেতা কিশোরীকে ধর্ষণ ও হত্যা : যুবক আটক
সমন্বয়ের অভাবে চট্টগ্রাম আজ বিপন্ন মেয়র রেজাউল

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

অর্থ পাচার

পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ মার্চ

আদালত বার্তা পরিবেশক

কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে মামলার এজাহার গ্রহণের জন্য উপস্থাপন করা হয়। আদালত তা গ্রহণ করে আগামী ১০ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, পাপুল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তদন্ত করে মোট ৩৫৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা জমা থাকায় মানিলন্ডারিং আইনে ২২ ডিসেম্বর পল্টন থানায় মামলা করা হয়। আসামিরা মানবপাচারকারী চক্র। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। যার সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।

মামলার আসামিরা হলো- কাজী শহিদ ইসলাম পাপুল, পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম, মোহাম্মদ সাদিকুর রহমান মনির (পাপুলের ব্যক্তিগত কর্মচারী), জেসমিন প্রধান (পাপুলের শ্যালিকা), ওয়াফা ইসলাম (পাপুলের মেয়ে), কাজী বদরুল আলম লিটন (পাপুলের ভাই), গোলাম মোস্তফা (মানবপাচারে সংশ্লিষ্ট জব ব্যাংক ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের ম্যানেজার)। এছাড়া মামলায় দুটি প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। সেগুলো হলো- জে.ডব্লিউ লীলাবালী ও জব ব্যাংক ইন্টারন্যাশনাল। জে. ডব্লিউ লীলাবালীর প্রোপ্রাইটর পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান এবং জব ব্যাংক ইন্টারন্যাশনালের প্রোপাইটর পাপুলের ভাই কাজী বদরুল আলম লিটন।