করোনা অদৃশ্য শত্রু হিসেবে আমাদের জীবনে ব্যাঘাত সৃষ্টি করেছে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিশ্ব অদৃশ্য শত্রু কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। আর এ অদৃশ্য শত্রু মানুষের স্বাভাবিক জীবনে ব্যাঘাত সৃষ্টি করছে। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল পরিচালিত ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০২০’ এর চার দিনব্যাপী কনফারেন্স পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা এখন পর্যন্ত এই সংকট ভালোভাবে মোকাবিলা করতে পেরেছি। আমরা এ সংকট কাটিয়ে উঠবো শীঘ্রই। রোহিঙ্গা সংকট নিয়ে মন্ত্রী বলেন ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে ১.১ বিলিয়ন রোহিঙ্গাকে তাদের বাসস্থান থেকে তাড়িয়ে দেয়া হয়। তাড়িয়ে দেয়া রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। তাদের খাদ্য বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে এসব রোহিঙ্গা মায়ানমার নাগরিকদের প্রতি সহনশীলতা এবং মানসিকতা গড়ে তুলতে হবে।

চার দিনব্যাপী এ কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল গ্লোবাল মহামারীর বিরুদ্ধে স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য সংযোগ বাড়ানো। অনলাইনে অনুষ্ঠিত এ কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আড়াইশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কনফারেন্সের ৭টি কমিটিতে ৭টি সমসাময়িক বিষয় ও তার প্রাসঙ্গিক সমাধান নিয়ে আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথিরা, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

করোনা অদৃশ্য শত্রু হিসেবে আমাদের জীবনে ব্যাঘাত সৃষ্টি করেছে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিশ্ব অদৃশ্য শত্রু কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। আর এ অদৃশ্য শত্রু মানুষের স্বাভাবিক জীবনে ব্যাঘাত সৃষ্টি করছে। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল পরিচালিত ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০২০’ এর চার দিনব্যাপী কনফারেন্স পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা এখন পর্যন্ত এই সংকট ভালোভাবে মোকাবিলা করতে পেরেছি। আমরা এ সংকট কাটিয়ে উঠবো শীঘ্রই। রোহিঙ্গা সংকট নিয়ে মন্ত্রী বলেন ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে ১.১ বিলিয়ন রোহিঙ্গাকে তাদের বাসস্থান থেকে তাড়িয়ে দেয়া হয়। তাড়িয়ে দেয়া রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। তাদের খাদ্য বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে এসব রোহিঙ্গা মায়ানমার নাগরিকদের প্রতি সহনশীলতা এবং মানসিকতা গড়ে তুলতে হবে।

চার দিনব্যাপী এ কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল গ্লোবাল মহামারীর বিরুদ্ধে স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য সংযোগ বাড়ানো। অনলাইনে অনুষ্ঠিত এ কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আড়াইশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কনফারেন্সের ৭টি কমিটিতে ৭টি সমসাময়িক বিষয় ও তার প্রাসঙ্গিক সমাধান নিয়ে আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথিরা, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।