নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে

শহীদ মিনারের বেদিতে কিশোরী এবং মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে প্রীতিলতা ব্রিগেডের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনার যায়।

বক্তারা বলেন, রাষ্ট্র নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে উল্টো ভিক্টিম ব্লেমিং করছে। রাষ্ট্রে সাক্ষ্য আইন ১৫৫(৪)-এর মতো ধারা প্রচলিত আছে। যা প্রমাণ করে এই রাষ্ট্রের আইনও ধর্ষিতার পক্ষে নয়। সুতরাং শুধু বিচার নয় সমগ্র বিচার ব্যবস্থাই পাল্টে রাষ্ট্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী শ্রাবণ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশরুরু ফাইয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রীতিলতা ব্রিগেডের সংগঠক অর্নী আনজুম, ঢাকা মহানগর প্রীতিলতা ব্রিগেডের সংগঠক রাইসা আমিন, আদৃতা রায়সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিখা পিরুগে এবং ঢাকা মহানগর সংসদের সভাপতি তাহসীন মল্লিক ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও সহিংসতা এবং রাষ্ট্র যন্ত্রের নির্বিকার ভূমিকা বারবার প্রমাণ করে এই রাষ্ট্র ধর্ষকের অভয়ারণ্য। শহীদ মিনারের কিশোরীর লাশ এরই একটা খ-চিত্র। এই সিস্টেমটা পুরোপুরি উপড়ে ফেলতে হবে।

আরও খবর
বঙ্গবন্ধুর ওপর দুটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি নেই
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস
পুলিশের বাধায় পণ্ড সাত কলেজের কর্মসূচি
আত্মগোপনে সেই অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ
বর্ণমালার মিছিলে সিলেটে ভাষার মাসকে বরণ
ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ২০ মার্চ
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮৩তম জন্মদিন আজ
জাগপার নিবন্ধন বাতিল
গণধর্ষণের শিকার আদিবাসী কিশোরী
কোর্ট থেকে আদেশের কপি কোম্পানিগঞ্জ থানায় পৌঁছেনি
বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু
প্রতিবাদে ট্রাক-ট্যাংকলরি শ্রমিকদের সড়ক অবরোধ

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে

প্রতিনিধি, ঢাবি

শহীদ মিনারের বেদিতে কিশোরী এবং মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে প্রীতিলতা ব্রিগেডের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনার যায়।

বক্তারা বলেন, রাষ্ট্র নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে উল্টো ভিক্টিম ব্লেমিং করছে। রাষ্ট্রে সাক্ষ্য আইন ১৫৫(৪)-এর মতো ধারা প্রচলিত আছে। যা প্রমাণ করে এই রাষ্ট্রের আইনও ধর্ষিতার পক্ষে নয়। সুতরাং শুধু বিচার নয় সমগ্র বিচার ব্যবস্থাই পাল্টে রাষ্ট্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী শ্রাবণ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশরুরু ফাইয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রীতিলতা ব্রিগেডের সংগঠক অর্নী আনজুম, ঢাকা মহানগর প্রীতিলতা ব্রিগেডের সংগঠক রাইসা আমিন, আদৃতা রায়সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিখা পিরুগে এবং ঢাকা মহানগর সংসদের সভাপতি তাহসীন মল্লিক ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও সহিংসতা এবং রাষ্ট্র যন্ত্রের নির্বিকার ভূমিকা বারবার প্রমাণ করে এই রাষ্ট্র ধর্ষকের অভয়ারণ্য। শহীদ মিনারের কিশোরীর লাশ এরই একটা খ-চিত্র। এই সিস্টেমটা পুরোপুরি উপড়ে ফেলতে হবে।