পুলিশের বাধায় পণ্ড সাত কলেজের কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে ‘অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন’ পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজু ভাস্কর্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এ ব্যাপারে কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া বলেন, ১১ মাস পরে পরীক্ষার ফলাফল দেয়া হলো, যখন আমরা পরবর্তী বর্ষের জন্য বই কিনে পড়া শুরু করেছি। এখন আমাদের বলা হচ্ছে প্রমোটেড না! তাহলে আগে ফলাফল কেন দেয়া হলো না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

বাংলা কলেজের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত করে রাখা হয়েছে। আমাদের ইচ্ছে করে ফেল করানো হয়েছে। ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হলেও আমাদের তিন বিষয়ে এ পর্যন্ত কেন প্রমোশন দেয়া হচ্ছে না! পুনর্মূল্যায়নের মাধ্যমে খাতা দেখার সুযোগও দেয়া হচ্ছে না।

ঢাকা কলেজের শিক্ষার্থী মোরশেদুল হাসান বলেন, দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- অনার্স ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের করোনাকালীন দিক বিবেচনা করে এবং দীর্ঘ ১১ মাস পর ফলাফল প্রকাশে বিলম্বিত হওয়ায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে বিশেষ পরীক্ষার মাধ্যমে সুযোগ দেয়া; করোনাকাল বিবেচনা করে সিলেবাস সংক্ষিপ্ত করা, পরীক্ষার প্রশ্নে নম্বর বণ্টনে পরিবর্তন এনে পরীক্ষার সময় ২ ঘণ্টার পরিবর্তে ৪ ঘণ্টা করা এবং সেমিস্টার পদ্ধতি চালু করা।

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

পুলিশের বাধায় পণ্ড সাত কলেজের কর্মসূচি

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে ‘অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন’ পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজু ভাস্কর্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এ ব্যাপারে কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া বলেন, ১১ মাস পরে পরীক্ষার ফলাফল দেয়া হলো, যখন আমরা পরবর্তী বর্ষের জন্য বই কিনে পড়া শুরু করেছি। এখন আমাদের বলা হচ্ছে প্রমোটেড না! তাহলে আগে ফলাফল কেন দেয়া হলো না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

বাংলা কলেজের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত করে রাখা হয়েছে। আমাদের ইচ্ছে করে ফেল করানো হয়েছে। ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হলেও আমাদের তিন বিষয়ে এ পর্যন্ত কেন প্রমোশন দেয়া হচ্ছে না! পুনর্মূল্যায়নের মাধ্যমে খাতা দেখার সুযোগও দেয়া হচ্ছে না।

ঢাকা কলেজের শিক্ষার্থী মোরশেদুল হাসান বলেন, দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- অনার্স ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের করোনাকালীন দিক বিবেচনা করে এবং দীর্ঘ ১১ মাস পর ফলাফল প্রকাশে বিলম্বিত হওয়ায় তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে বিশেষ পরীক্ষার মাধ্যমে সুযোগ দেয়া; করোনাকাল বিবেচনা করে সিলেবাস সংক্ষিপ্ত করা, পরীক্ষার প্রশ্নে নম্বর বণ্টনে পরিবর্তন এনে পরীক্ষার সময় ২ ঘণ্টার পরিবর্তে ৪ ঘণ্টা করা এবং সেমিস্টার পদ্ধতি চালু করা।