বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার দাবি বাসদের

বরিশালে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান এবং শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও বরিশাল সদর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নত করার দাবি জানানো হয়েছে। এ দাবিতে গত মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সমাবেশে বক্তারা বলেছেন, বিভিন্ন বাহিনী ও আমলাদের অগ্রাধিকার না দিয়ে সর্বস্তরের বয়স্ক, অসুস্থ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিয়ে করোনার টিকা দেয়া হলে এর সুফল বেশি পাওয়া যাবে। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসার জায়গা শেবাচিম হাসপাতাল। সেখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক। এমআরআই, সিটিস্ক্যান, আল্ট্রাসাউন্ড মেশিন দীর্ঘবছর যাবত অচল হয়ে আছে। বার্ন ইউনিটসহ বিভিন্ন ইউনিটসংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক নেই। আই.সি.ইউ’র মতো গুরুত্বপূর্ণ বিভাগটি মাত্র একজন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মান আরও খারাপ। বক্তারা শেবাচিম ও সদর জেনারেল হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য এবং শেবাচিম হাসপাতালে উচ্চশিক্ষা চালুর জন্য জোর দাবি জানান।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন ও শন্তু মিত্র।

আরও খবর
শুষ্ক মৌসুমেও যমুনার ভাঙন হুমকিতে ৩ গ্রাম
চট্টগ্রামে ওয়াসার ২০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
বাঘায় পাখির বাসা ভাড়ার অর্থের চিঠি পেলেন বাগান মালিকরা
রোহিঙ্গাকে নাগরিকত্ব সনদে সহযোগিতা মেম্বার জেলে
শিবচরের সেই ওসিকে স্বপদে রেখেই তদন্ত কমিটি : সমালোচনা
মুন্সীগঞ্জে ভলগেটের ধাক্কায় হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
আর কত বয়স হলে ভাতা পাবেন অশীতিপর অবিরন
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ধৃত ৩০
শেরপুরে চোরাই মদসহ কারখানা মালিক আটক
কুষ্টিয়ায় দ্বৈত ভোটার ধৃত
শৈলকুপায় চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র
কিশোরগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষ হত্যা : ছেলের মৃত্যুদন্ড, বাবার যাবজ্জীবন
২২ বছর পর ফেরি চালু : শীঘ্রই উদ্বোধন
সিরাজগঞ্জ কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলন-মানববন্ধন

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী ২০২১ , ২২ মাঘ ১৪২৭, ২২ জমাদিউস সানি ১৪৪২

বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার দাবি বাসদের

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান এবং শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও বরিশাল সদর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নত করার দাবি জানানো হয়েছে। এ দাবিতে গত মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সমাবেশে বক্তারা বলেছেন, বিভিন্ন বাহিনী ও আমলাদের অগ্রাধিকার না দিয়ে সর্বস্তরের বয়স্ক, অসুস্থ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিয়ে করোনার টিকা দেয়া হলে এর সুফল বেশি পাওয়া যাবে। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসার জায়গা শেবাচিম হাসপাতাল। সেখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক। এমআরআই, সিটিস্ক্যান, আল্ট্রাসাউন্ড মেশিন দীর্ঘবছর যাবত অচল হয়ে আছে। বার্ন ইউনিটসহ বিভিন্ন ইউনিটসংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক নেই। আই.সি.ইউ’র মতো গুরুত্বপূর্ণ বিভাগটি মাত্র একজন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মান আরও খারাপ। বক্তারা শেবাচিম ও সদর জেনারেল হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য এবং শেবাচিম হাসপাতালে উচ্চশিক্ষা চালুর জন্য জোর দাবি জানান।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন ও শন্তু মিত্র।