উইঘুর বন্দী শিবিরে নারীদের ধর্ষণ : যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চীনের শিনজিয়াং প্রদেশের বন্দী শিবিরে জাতিগত সংখ্যালঘু উইঘুরসহ অন্য মুসলমান নারীদের ওপর যৌনসহ বিভিন্ন ধরনের নির্যাতনের প্রতিবেদনে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিবিসি বলছে, বন্দীশিবিরের সাবেক কয়েক বন্দী ও এক নিরাপত্তারক্ষীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত ওই প্রতিবেদনে উইঘুরসহ অন্য নারীদের ওপর ধর্ষণ, যৌন নির্যাতন ও নিপীড়নের কথা বিশদভাবে তুলে ধরা হয়।

নির্যাতিত নারীরা বিবিসিকে জানান, বন্দী শিবিরে তারা সংঘবদ্ধ ধর্ষণ, যৌন নির্যাতন ও নিপীড়নের শিকার। এছাড়া অন্যদেরও এসবের শিকার হতে দেখেছেন তারা। প্রতিবেদনটি প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র এ নিয়ে উদ্বেগ জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘শিনজিয়াংয়ের বন্দী শিবিরে উইঘুরসহ অন্য মুসলমান নারীদের ওপর কাঠামোগত ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ পাশবিকতা বিবেককে নাড়া দেয়। এর পরিণতি মারাত্মক হতে বাধ্য।’

চীন বন্দী শিবিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে বলে ফের অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

ধর্ষণসহ অন্য নৃশংসতার অভিযোগ তদন্তে চীনকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবি জানান ওই মুখপাত্র।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, হান সম্প্রদায়ের পুরুষদের সামনে বন্দী কয়েক নারীকে জামা খুলতে বাধ্য করা, হাতকড়া পরানোসহ যৌন নির্যাতন ও নিপীড়নের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে বিস্তারিত বিবরণের সঙ্গে স্যাটেলাইটে তোলা ছবির মিল পাওয়া যায়।

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী ২০২১ , ২২ মাঘ ১৪২৭, ২২ জমাদিউস সানি ১৪৪২

উইঘুর বন্দী শিবিরে নারীদের ধর্ষণ : যুক্তরাষ্ট্রের উদ্বেগ

image

চীনের শিনজিয়াং প্রদেশের বন্দী শিবিরে জাতিগত সংখ্যালঘু উইঘুরসহ অন্য মুসলমান নারীদের ওপর যৌনসহ বিভিন্ন ধরনের নির্যাতনের প্রতিবেদনে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিবিসি বলছে, বন্দীশিবিরের সাবেক কয়েক বন্দী ও এক নিরাপত্তারক্ষীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত ওই প্রতিবেদনে উইঘুরসহ অন্য নারীদের ওপর ধর্ষণ, যৌন নির্যাতন ও নিপীড়নের কথা বিশদভাবে তুলে ধরা হয়।

নির্যাতিত নারীরা বিবিসিকে জানান, বন্দী শিবিরে তারা সংঘবদ্ধ ধর্ষণ, যৌন নির্যাতন ও নিপীড়নের শিকার। এছাড়া অন্যদেরও এসবের শিকার হতে দেখেছেন তারা। প্রতিবেদনটি প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র এ নিয়ে উদ্বেগ জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘শিনজিয়াংয়ের বন্দী শিবিরে উইঘুরসহ অন্য মুসলমান নারীদের ওপর কাঠামোগত ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ পাশবিকতা বিবেককে নাড়া দেয়। এর পরিণতি মারাত্মক হতে বাধ্য।’

চীন বন্দী শিবিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে বলে ফের অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

ধর্ষণসহ অন্য নৃশংসতার অভিযোগ তদন্তে চীনকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবি জানান ওই মুখপাত্র।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, হান সম্প্রদায়ের পুরুষদের সামনে বন্দী কয়েক নারীকে জামা খুলতে বাধ্য করা, হাতকড়া পরানোসহ যৌন নির্যাতন ও নিপীড়নের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে বিস্তারিত বিবরণের সঙ্গে স্যাটেলাইটে তোলা ছবির মিল পাওয়া যায়।