মক্কায় ৭ লাখ মানুষের সফরে কারও করোনার রেকর্ড নেই : সৌদি

করোনাভাইরাস মহামারীর মধ্যে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ খুলে দেয়ার পর লাখ লাখ মানুষ হজ, ওমরাহ পালন করেছেন। হাজার হাজার মানুষ সেখানে ইবাদতের জন্য সফর করেছেন। তবে এখন পর্যন্ত সেখান কারও করোনা শনাক্ত হওয়ার রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরব নিউজ

দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শেখ আবদুল্লরহমান আল-সুদাইস বলেছেন, স্বাস্থ্য সংকট বিবেচনা করে কঠোর পদক্ষেপের কারণেই এমনটি সম্ভব হয়েছে। মহামারীকালে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনায় মসজিদে নববি পরিচালনায় সৌদির সফল প্রচেষ্টা সম্পর্কে এক সেমিনারে এসব কথা বলেন শেখ আবদুল্লরহমান আল-সুদাইস। অধিবেশনটি হজ, ওমরাহ এবং পরিদর্শন গবেষণার জন্য বিশতম বৈজ্ঞানিক ফোরামের অংশ ছিল। আল-সুদাইস মসজিদসমূহে, ইসলামের পবিত্রতম জায়গাগুলোতে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার জন্য প্রদত্ত পরিষেবা, নির্দেশনা, বৈজ্ঞানিক, তথ্যমূলক, প্রযুক্তিগত, সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রচেষ্টা উন্নত করার বিষয়টিকে জোর দিয়ে উল্লেখ করেন।

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী ২০২১ , ২২ মাঘ ১৪২৭, ২২ জমাদিউস সানি ১৪৪২

মক্কায় ৭ লাখ মানুষের সফরে কারও করোনার রেকর্ড নেই : সৌদি

করোনাভাইরাস মহামারীর মধ্যে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ খুলে দেয়ার পর লাখ লাখ মানুষ হজ, ওমরাহ পালন করেছেন। হাজার হাজার মানুষ সেখানে ইবাদতের জন্য সফর করেছেন। তবে এখন পর্যন্ত সেখান কারও করোনা শনাক্ত হওয়ার রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরব নিউজ

দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শেখ আবদুল্লরহমান আল-সুদাইস বলেছেন, স্বাস্থ্য সংকট বিবেচনা করে কঠোর পদক্ষেপের কারণেই এমনটি সম্ভব হয়েছে। মহামারীকালে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনায় মসজিদে নববি পরিচালনায় সৌদির সফল প্রচেষ্টা সম্পর্কে এক সেমিনারে এসব কথা বলেন শেখ আবদুল্লরহমান আল-সুদাইস। অধিবেশনটি হজ, ওমরাহ এবং পরিদর্শন গবেষণার জন্য বিশতম বৈজ্ঞানিক ফোরামের অংশ ছিল। আল-সুদাইস মসজিদসমূহে, ইসলামের পবিত্রতম জায়গাগুলোতে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার জন্য প্রদত্ত পরিষেবা, নির্দেশনা, বৈজ্ঞানিক, তথ্যমূলক, প্রযুক্তিগত, সামাজিক এবং স্বেচ্ছাসেবী প্রচেষ্টা উন্নত করার বিষয়টিকে জোর দিয়ে উল্লেখ করেন।