এশীয় নারী-উদ্যোক্তা সম্মেলন শুরু আজ

দুই দিনের এশীয় নারী-উদ্যোক্তা সম্মেলন-২০২১ আজ শুরু হচ্ছে। করোনার কারণে এবারের সম্মেলন অনলাইনে আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ বিকেল ৩টায় বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ‘বৈশ্বিক মহামারী থেকে পুনরুদ্ধার কৌশল : মহিলা উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ-এশীয় দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ভার্চুয়াল সামিট অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আলকায়লা। বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব ডাব্লিউআইসিসিআই’র সভাপতি মানতাশা আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রখ্যাত মানবাধিকার আইনজীবী এবং লেখক চেরি ব্লেয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাস্বামী, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান, জাপানের প্রখ্যাত নারী উদ্যোক্তা কওরি সাসাকি, উইমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ড. হারবীন অরোরা।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

এশীয় নারী-উদ্যোক্তা সম্মেলন শুরু আজ

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

দুই দিনের এশীয় নারী-উদ্যোক্তা সম্মেলন-২০২১ আজ শুরু হচ্ছে। করোনার কারণে এবারের সম্মেলন অনলাইনে আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ বিকেল ৩টায় বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ‘বৈশ্বিক মহামারী থেকে পুনরুদ্ধার কৌশল : মহিলা উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ-এশীয় দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ভার্চুয়াল সামিট অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আলকায়লা। বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব ডাব্লিউআইসিসিআই’র সভাপতি মানতাশা আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রখ্যাত মানবাধিকার আইনজীবী এবং লেখক চেরি ব্লেয়ার।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাস্বামী, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান, জাপানের প্রখ্যাত নারী উদ্যোক্তা কওরি সাসাকি, উইমেন’স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ড. হারবীন অরোরা।