শেরপুরে স্বামী পরিত্যক্তাকে শ্লীলতাহানির চেষ্টা গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে বসতবাড়িতে ঢুকে স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে এক গ্রাম্য মাতব্বর। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরের পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে মোহাম্মদ নূর আলম (৪৫) নামের ওই গ্রাম্য মাতব্বরকে ধরতে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার একই ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ওই নারীকে বেশ কিছুদিন ধরে গ্রাম্য মাতব্বর নূর আলম নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে গত ২ ফেব্রুয়ারি রাত অনুমান আটটার দিকে বসতবাড়ির প্রধান ফটক টিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন।

আরও খবর
জন্মসনদের শর্তজুড়ে দেয়ায় উপবৃত্তি উত্তোলনে বিড়ম্বনা
মৃত্যুর আগে স্কুলের নামটি পরিবর্তন হবে তো?
৫৬০টি মডেল মসজিদ নির্মাণ বিশে^র ইতিহাসে বিরল-ধর্ম প্রতিমন্ত্রী
হরিরামপুরে স্পিরিট বিক্রি : দণ্ডিত দুই
বরিশালে যৌবন ফিরে পেয়েছে মরা খাল
মানবতার ফেরিওয়ালা মান্দার ওসি শাহিনুর
চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালে ৫ কোটি অনুদান ভূমিমন্ত্রীর
নবীনগরের কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি
গাজীপুরে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
মাগুরায় কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে মোগল আমলের মসজিদ
নবীনগরে ড্রেজারের কৃষিজমি খনন জরিমানা আড়াই লাখ টাকা
গফরগাঁওয়ে ভাটার ড্রাম চিমনি ভাঙার ৫ ঘণ্টা পরেই ফের চালু!
দশমিনায় আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু ডিজিটাল গ্রন্থাগার ভবন
তাহিরপুরে সংবাদ প্রতিনিধির ওপর হামলায় ২ জেলায় প্রতিবাদ
কেশবপুরে ১৬ ভাটার ১০টি অবৈধ : হুমকিতে পরিবেশ

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

শেরপুরে স্বামী পরিত্যক্তাকে শ্লীলতাহানির চেষ্টা গ্রেফতার ১

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে বসতবাড়িতে ঢুকে স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে এক গ্রাম্য মাতব্বর। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরের পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে মোহাম্মদ নূর আলম (৪৫) নামের ওই গ্রাম্য মাতব্বরকে ধরতে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার একই ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ওই নারীকে বেশ কিছুদিন ধরে গ্রাম্য মাতব্বর নূর আলম নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে গত ২ ফেব্রুয়ারি রাত অনুমান আটটার দিকে বসতবাড়ির প্রধান ফটক টিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন।