মাগুরায় কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে মোগল আমলের মসজিদ

প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নির্দশন এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে গোপালগ্রামে অবস্থিত এ মসজিদটি ৬০ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। এ গ্রামের তৎকালীন সমাজ চিন্তক কলিম উদ্দিন শিকদার ওরফে বড় শিকদার ও কাতলী গ্রামের মুসলিম জমিদার হযরত শাহসুফি জমির উদ্দিন আহমদের আহ্বনে সাড়া দিয়ে মসজিদটি নির্মাণ করেন মোঘল সম্রাট আকবর। টালির ইটের তৈরি ৪০ ইঞ্চি পুরু দেয়ালের চারপাশে শিউলী, গোলাপ, গাদা, পদ্ম বিভিন্ন ফুল ও লতাপাতার কারুকার্য খোদাই করা আছে। মসজিদেও ৪টি মিনারের ৩টিই ভেঙ্গে পড়েছে। মসজিদ ঘরের ২টি জানালাসহ ৩টি দরজার ২টিই অকেজো হয়ে আছে। মিনারের সামনের চত্বরের বেষ্টনীর দুই পাশে এবং প্রবেশ পথের দুই পাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মসজিদটি নির্মাণে কোন রডের ব্যবহার করা হয়নি। এর গায়ে আরবি ও উর্দুতে লেখা ইসলামী গজলগুলো ঝরে যেতে শুরু করেছে। মসজিদের ভেতরকার মেহরাব ও দেয়ালে অঙ্কিত কারুকার্য খসে পড়ে সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাছাড়া দেয়ালে ফাটল দেখা দিয়েছে। অল্প বৃষ্টিতেই নামাজিরা ভিজে যান। উপজেলার গোপালগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগায় এখন গ্রামটি আর অজপল্লী নেই। উপজেলা সদর থেকে পাকা সড়কপথ তৈরি হয়েছে। এখন প্রয়োজন প্রাচীন নিদর্শন এই মসজিদটি সংস্কার করে প্রাচীন এতিহ্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।

image
আরও খবর
জন্মসনদের শর্তজুড়ে দেয়ায় উপবৃত্তি উত্তোলনে বিড়ম্বনা
মৃত্যুর আগে স্কুলের নামটি পরিবর্তন হবে তো?
শেরপুরে স্বামী পরিত্যক্তাকে শ্লীলতাহানির চেষ্টা গ্রেফতার ১
৫৬০টি মডেল মসজিদ নির্মাণ বিশে^র ইতিহাসে বিরল-ধর্ম প্রতিমন্ত্রী
হরিরামপুরে স্পিরিট বিক্রি : দণ্ডিত দুই
বরিশালে যৌবন ফিরে পেয়েছে মরা খাল
মানবতার ফেরিওয়ালা মান্দার ওসি শাহিনুর
চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালে ৫ কোটি অনুদান ভূমিমন্ত্রীর
নবীনগরের কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি
গাজীপুরে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
নবীনগরে ড্রেজারের কৃষিজমি খনন জরিমানা আড়াই লাখ টাকা
গফরগাঁওয়ে ভাটার ড্রাম চিমনি ভাঙার ৫ ঘণ্টা পরেই ফের চালু!
দশমিনায় আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু ডিজিটাল গ্রন্থাগার ভবন
তাহিরপুরে সংবাদ প্রতিনিধির ওপর হামলায় ২ জেলায় প্রতিবাদ
কেশবপুরে ১৬ ভাটার ১০টি অবৈধ : হুমকিতে পরিবেশ

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

মাগুরায় কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে মোগল আমলের মসজিদ

প্রতিনিধি, শালিখা (মাগুরা)

image

প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব নির্দশন এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে গোপালগ্রামে অবস্থিত এ মসজিদটি ৬০ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। এ গ্রামের তৎকালীন সমাজ চিন্তক কলিম উদ্দিন শিকদার ওরফে বড় শিকদার ও কাতলী গ্রামের মুসলিম জমিদার হযরত শাহসুফি জমির উদ্দিন আহমদের আহ্বনে সাড়া দিয়ে মসজিদটি নির্মাণ করেন মোঘল সম্রাট আকবর। টালির ইটের তৈরি ৪০ ইঞ্চি পুরু দেয়ালের চারপাশে শিউলী, গোলাপ, গাদা, পদ্ম বিভিন্ন ফুল ও লতাপাতার কারুকার্য খোদাই করা আছে। মসজিদেও ৪টি মিনারের ৩টিই ভেঙ্গে পড়েছে। মসজিদ ঘরের ২টি জানালাসহ ৩টি দরজার ২টিই অকেজো হয়ে আছে। মিনারের সামনের চত্বরের বেষ্টনীর দুই পাশে এবং প্রবেশ পথের দুই পাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মসজিদটি নির্মাণে কোন রডের ব্যবহার করা হয়নি। এর গায়ে আরবি ও উর্দুতে লেখা ইসলামী গজলগুলো ঝরে যেতে শুরু করেছে। মসজিদের ভেতরকার মেহরাব ও দেয়ালে অঙ্কিত কারুকার্য খসে পড়ে সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাছাড়া দেয়ালে ফাটল দেখা দিয়েছে। অল্প বৃষ্টিতেই নামাজিরা ভিজে যান। উপজেলার গোপালগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগায় এখন গ্রামটি আর অজপল্লী নেই। উপজেলা সদর থেকে পাকা সড়কপথ তৈরি হয়েছে। এখন প্রয়োজন প্রাচীন নিদর্শন এই মসজিদটি সংস্কার করে প্রাচীন এতিহ্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।