কেশবপুরে ১৬ ভাটার ১০টি অবৈধ : হুমকিতে পরিবেশ

যশোরের কেশবপুরে বিভিন্ন সময়ে গড়ে ওঠা ১৬টি ইটভাটার মধ্যে ১০টিই অবৈধভাবে ইট উৎপাদন ও বেঁচাকেনার কাজ চালিয়ে যাচ্ছে। কৃষি জমিতে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা প্রশাসন বন্ধ করার পরেরদিন থেকে আবারও চালানো হচ্ছে এর সংস্কার কাজ। ভাটা স্থাপনকালে এলাকাবাসী সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়াসহ আন্দোলন সংগ্রাম করে। কিন্তু ভাটা মালিকরা এর কোন তোয়াক্কা না করে উধর্তন কর্তাদের ম্যানেজ করেই চালাচ্ছে। ফলে হুমকির মুখে রয়েছে চারপাশের ফসলি জমি, রাস্তাঘাট, স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ পরিবেশ।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ বলছে, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এছাড়া কোন সড়ক থেকে অর্ধকিলোমিটার দূরত্বে ইটভাটা স্থাপন করতে হবে। কিন্তু এ আইন লঙ্ঘন করেই কেশবপুরে ১৬টি ইটভাটা গড়ে উঠেছে। গত ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের সহকারী কমিশনার মো. মাহমুদ হাসানের তথ্যমতে, উপজেলার সাতবাড়িয়ার মেসার্স আলম ব্রিকস ইন্ডাস্ট্রিজ, দোরমুটিয়ার মেসার্স কেশবপুর ব্রিকস, কেশবপুর চিংড়া সড়কের শ্রীরামপুর বাজারের পাশের মেসার্স গোল্ড ব্রিকস, মেসার্স গাজী ব্রিকস, সন্ন্যাসগাছার মেসার্স এসএস ব্রিকস ও মেসার্স বিউটি ব্রিকসের লাইসেন্স ও নবায়ন আছে। চলতি বছর থেকে মেসার্স খান ব্রিকস ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া মেসার্স বিউটি ব্রিকস-১, আগরহাটি গৌরিঘোনার প্রাইম ব্রিকস বর্তমান মেসার্স হামজা ব্রিকস, সাতবাড়িয়ার মেসার্স রহমান ব্রিকস, মেসার্স সুপার ব্রিকস, পৌর এলাকার ভোগতীনরেন্দ্রপুরের মেসার্স জামান ব্রিকস, বগার মেসার্স বিএসবি ব্রিকস, বেগমপুরের মেসার্স রিপণ ব্রিকস, বারুইহাটির মেসার্স রোমান ব্রিকস ও মেসার্স প্রাণ ব্রিকসের কোন কাগজপত্র নেই। এসব ভাটা ঊধ্বর্তন কর্তাদের ম্যানেজ করেই অবৈধভাবে চলছে। গত বছর মেসার্স জামান ব্রিকস, মেসার্স রোমান ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করে দেয়। এবছরের শুরুতে এসব ভাটা আবারও পুরোদমে কাজ চালিয়ে যেতে থাকে। এলাকাবাসীর অভিযোগে গত ২০ ডিসেম্বর যশোরের পরিবেশ দপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার অভিযান চালিয়ে মেসার্স সুপার ব্রিকস, মেসার্স রিপণ ব্রিকস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার অভিযানে মেসার্স হামজা ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু এ অভিযানের পরের দিন থেকে মেসার্স রিপণ ব্রিকসের সত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান এসবের কোন তোয়াক্কা না করে ভাটা সংস্কার কাজ অব্যাহত রাখে। ওই ভাটায় ১-২ দিনের মধ্যে ইট উৎপাদন শুরু হবে বলে অভিযোগ। এছাড়া ওই ভাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এ উপজেলার ইটভাটাগুলোতে আগুনের স্ফুলিঙ্গ বাড়াতে টায়ার, কাঠ ও ঝুট ব্যবহার করা হয়ে থাকে। ফলে এর কালোধোয়ায় পরিবেশ রয়েছে মারাত্নক হুমকির মুখে। সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ভাটার চারপাশে রয়েছে উচ্চ ফলনশীল কৃষি জমি। ফলে ঘটছে মারাত্নক ফসলহানি। নষ্ট হচ্ছে রাস্তাঘাট, ভাটার রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়েছে কৃষি জমির টপ সয়েল। ফলে উর্বরা শক্তি হারাচ্ছে কৃষি জমি। ভাটার জন্যে ব্যবহারকারী ইট ও মাটিবাহী ট্রাক ও ট্রাক্টরের ঘন ঘন যাতায়াতের কারণে হুমকির মুখে রয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও গাজী ব্রিকসের সত্ত্বাধিকারী আরমান গাজী বলেন, যেসব ভাটার অনুমোদন নেই তা অনুমোদনের জন্যে পরিবেশ অধিদপ্তরে আবেদন করা আছে। অনুমোদন পেলে আর কোন সমস্যা থাকবে না। যশোর পরিবেশ দপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, ইতোপূর্বে অভিযান চালিয়ে অবৈধ ৩টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছিল। এ অভিযান অব্যাহত আছে। খুবশীঘ্রই আবারও অভিযান চালানো হবে।

image
আরও খবর
জন্মসনদের শর্তজুড়ে দেয়ায় উপবৃত্তি উত্তোলনে বিড়ম্বনা
মৃত্যুর আগে স্কুলের নামটি পরিবর্তন হবে তো?
শেরপুরে স্বামী পরিত্যক্তাকে শ্লীলতাহানির চেষ্টা গ্রেফতার ১
৫৬০টি মডেল মসজিদ নির্মাণ বিশে^র ইতিহাসে বিরল-ধর্ম প্রতিমন্ত্রী
হরিরামপুরে স্পিরিট বিক্রি : দণ্ডিত দুই
বরিশালে যৌবন ফিরে পেয়েছে মরা খাল
মানবতার ফেরিওয়ালা মান্দার ওসি শাহিনুর
চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালে ৫ কোটি অনুদান ভূমিমন্ত্রীর
নবীনগরের কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি
গাজীপুরে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
মাগুরায় কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে মোগল আমলের মসজিদ
নবীনগরে ড্রেজারের কৃষিজমি খনন জরিমানা আড়াই লাখ টাকা
গফরগাঁওয়ে ভাটার ড্রাম চিমনি ভাঙার ৫ ঘণ্টা পরেই ফের চালু!
দশমিনায় আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু ডিজিটাল গ্রন্থাগার ভবন
তাহিরপুরে সংবাদ প্রতিনিধির ওপর হামলায় ২ জেলায় প্রতিবাদ

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

কেশবপুরে ১৬ ভাটার ১০টি অবৈধ : হুমকিতে পরিবেশ

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

image

যশোরের কেশবপুরে বিভিন্ন সময়ে গড়ে ওঠা ১৬টি ইটভাটার মধ্যে ১০টিই অবৈধভাবে ইট উৎপাদন ও বেঁচাকেনার কাজ চালিয়ে যাচ্ছে। কৃষি জমিতে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা প্রশাসন বন্ধ করার পরেরদিন থেকে আবারও চালানো হচ্ছে এর সংস্কার কাজ। ভাটা স্থাপনকালে এলাকাবাসী সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়াসহ আন্দোলন সংগ্রাম করে। কিন্তু ভাটা মালিকরা এর কোন তোয়াক্কা না করে উধর্তন কর্তাদের ম্যানেজ করেই চালাচ্ছে। ফলে হুমকির মুখে রয়েছে চারপাশের ফসলি জমি, রাস্তাঘাট, স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ পরিবেশ।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ বলছে, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এছাড়া কোন সড়ক থেকে অর্ধকিলোমিটার দূরত্বে ইটভাটা স্থাপন করতে হবে। কিন্তু এ আইন লঙ্ঘন করেই কেশবপুরে ১৬টি ইটভাটা গড়ে উঠেছে। গত ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের সহকারী কমিশনার মো. মাহমুদ হাসানের তথ্যমতে, উপজেলার সাতবাড়িয়ার মেসার্স আলম ব্রিকস ইন্ডাস্ট্রিজ, দোরমুটিয়ার মেসার্স কেশবপুর ব্রিকস, কেশবপুর চিংড়া সড়কের শ্রীরামপুর বাজারের পাশের মেসার্স গোল্ড ব্রিকস, মেসার্স গাজী ব্রিকস, সন্ন্যাসগাছার মেসার্স এসএস ব্রিকস ও মেসার্স বিউটি ব্রিকসের লাইসেন্স ও নবায়ন আছে। চলতি বছর থেকে মেসার্স খান ব্রিকস ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া মেসার্স বিউটি ব্রিকস-১, আগরহাটি গৌরিঘোনার প্রাইম ব্রিকস বর্তমান মেসার্স হামজা ব্রিকস, সাতবাড়িয়ার মেসার্স রহমান ব্রিকস, মেসার্স সুপার ব্রিকস, পৌর এলাকার ভোগতীনরেন্দ্রপুরের মেসার্স জামান ব্রিকস, বগার মেসার্স বিএসবি ব্রিকস, বেগমপুরের মেসার্স রিপণ ব্রিকস, বারুইহাটির মেসার্স রোমান ব্রিকস ও মেসার্স প্রাণ ব্রিকসের কোন কাগজপত্র নেই। এসব ভাটা ঊধ্বর্তন কর্তাদের ম্যানেজ করেই অবৈধভাবে চলছে। গত বছর মেসার্স জামান ব্রিকস, মেসার্স রোমান ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করে দেয়। এবছরের শুরুতে এসব ভাটা আবারও পুরোদমে কাজ চালিয়ে যেতে থাকে। এলাকাবাসীর অভিযোগে গত ২০ ডিসেম্বর যশোরের পরিবেশ দপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার অভিযান চালিয়ে মেসার্স সুপার ব্রিকস, মেসার্স রিপণ ব্রিকস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার অভিযানে মেসার্স হামজা ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু এ অভিযানের পরের দিন থেকে মেসার্স রিপণ ব্রিকসের সত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান এসবের কোন তোয়াক্কা না করে ভাটা সংস্কার কাজ অব্যাহত রাখে। ওই ভাটায় ১-২ দিনের মধ্যে ইট উৎপাদন শুরু হবে বলে অভিযোগ। এছাড়া ওই ভাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এ উপজেলার ইটভাটাগুলোতে আগুনের স্ফুলিঙ্গ বাড়াতে টায়ার, কাঠ ও ঝুট ব্যবহার করা হয়ে থাকে। ফলে এর কালোধোয়ায় পরিবেশ রয়েছে মারাত্নক হুমকির মুখে। সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ভাটার চারপাশে রয়েছে উচ্চ ফলনশীল কৃষি জমি। ফলে ঘটছে মারাত্নক ফসলহানি। নষ্ট হচ্ছে রাস্তাঘাট, ভাটার রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়েছে কৃষি জমির টপ সয়েল। ফলে উর্বরা শক্তি হারাচ্ছে কৃষি জমি। ভাটার জন্যে ব্যবহারকারী ইট ও মাটিবাহী ট্রাক ও ট্রাক্টরের ঘন ঘন যাতায়াতের কারণে হুমকির মুখে রয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও গাজী ব্রিকসের সত্ত্বাধিকারী আরমান গাজী বলেন, যেসব ভাটার অনুমোদন নেই তা অনুমোদনের জন্যে পরিবেশ অধিদপ্তরে আবেদন করা আছে। অনুমোদন পেলে আর কোন সমস্যা থাকবে না। যশোর পরিবেশ দপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, ইতোপূর্বে অভিযান চালিয়ে অবৈধ ৩টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছিল। এ অভিযান অব্যাহত আছে। খুবশীঘ্রই আবারও অভিযান চালানো হবে।