মায়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মিয়ানমার সেনাবাহিনীর উচিত ক্ষমতা ছেড়ে দেয়া এবং অভ্যুত্থানে আটক বন্দিদের মুক্তি দেওয়া। ক্ষমতা গ্রহণের পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্যে বাইডেন এই আহবান জানান। আল জাজিরা

বাইডেন জানিয়েছেন, মায়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিষয়ে নিজেদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, গণতন্ত্রে গ্রহণযোগ্য নির্বাচনের ফল মুছে দেয়া কিংবা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন শক্তির যাওয়া উচিত নয়। এটি নিয়ে কোন রকম সন্দেহের অবকাশ থাকার সুযোগ নাই। এর আগে মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন বাইডেন। ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছিলেন। ২০১৬ সালে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার ভোরে মায়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়।

রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। অং সান সু চি’র সরকারকে উচ্ছেদ করা ‘অপরিহার্য’ ছিল বলে মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

মায়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন -রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মিয়ানমার সেনাবাহিনীর উচিত ক্ষমতা ছেড়ে দেয়া এবং অভ্যুত্থানে আটক বন্দিদের মুক্তি দেওয়া। ক্ষমতা গ্রহণের পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্যে বাইডেন এই আহবান জানান। আল জাজিরা

বাইডেন জানিয়েছেন, মায়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিষয়ে নিজেদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, গণতন্ত্রে গ্রহণযোগ্য নির্বাচনের ফল মুছে দেয়া কিংবা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন শক্তির যাওয়া উচিত নয়। এটি নিয়ে কোন রকম সন্দেহের অবকাশ থাকার সুযোগ নাই। এর আগে মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন বাইডেন। ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছিলেন। ২০১৬ সালে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার ভোরে মায়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়।

রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। অং সান সু চি’র সরকারকে উচ্ছেদ করা ‘অপরিহার্য’ ছিল বলে মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান।