সু চি’র দলের ৭০ এমপি অভ্যুত্থান প্রত্যাখ্যান করে শপথ নিলেন

মায়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) ৭০ জন এমপি শপথ নিয়েছেন। সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট বাতিলের তিন দিনের মাথায় অনানুষ্ঠানিকভাবে এই শপথ নেন তারা। ইরাবতী

সংবাদে বলা হয়, অনানুষ্ঠানিক এই শপথ রাজধানী নেপিদোর একটি সরকারি গেস্ট হাউসে আয়োজন করা হয়। স্বাভাবিক সময়ে পার্লামেন্ট অধিবেশনকালে এমপিরা এখানে অবস্থান করেন। অন্তত ৪০০ জন এমপি সেখানে অবস্থান করছিলেন। এদের বেশিরভাগই ছিলেন এনএলডির। তবে পরে ক্ষমতাগ্রহণকারী সেনাবাহিনীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয় এমপিদের। তবে ৭০ জন এমপি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংখ্যায় কম হওয়ায় সেনা কর্তৃপক্ষ গত শনিবার পর্যন্ত তাদের থাকার অনুমতি দিয়েছে। এই সুযোগে গত বৃহস্পতিবার থেকে যাওয়া এমপিরা একত্রিত হয়ে অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে নিজেরাই শপথ নেন।

এনএলডি’র এমপি ডাউ ফাইয়ু ফাইয়ু এই আয়োজন পার্লামেন্ট অব্যাহত রাখা হিসেবে অভিহিত করেছেন। তার মধ্যে এমপিরা যেখানে উপস্থিত আছেন সেখানে স্থান কোন বিষয় নয়।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

সু চি’র দলের ৭০ এমপি অভ্যুত্থান প্রত্যাখ্যান করে শপথ নিলেন

মায়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) ৭০ জন এমপি শপথ নিয়েছেন। সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট বাতিলের তিন দিনের মাথায় অনানুষ্ঠানিকভাবে এই শপথ নেন তারা। ইরাবতী

সংবাদে বলা হয়, অনানুষ্ঠানিক এই শপথ রাজধানী নেপিদোর একটি সরকারি গেস্ট হাউসে আয়োজন করা হয়। স্বাভাবিক সময়ে পার্লামেন্ট অধিবেশনকালে এমপিরা এখানে অবস্থান করেন। অন্তত ৪০০ জন এমপি সেখানে অবস্থান করছিলেন। এদের বেশিরভাগই ছিলেন এনএলডির। তবে পরে ক্ষমতাগ্রহণকারী সেনাবাহিনীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয় এমপিদের। তবে ৭০ জন এমপি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংখ্যায় কম হওয়ায় সেনা কর্তৃপক্ষ গত শনিবার পর্যন্ত তাদের থাকার অনুমতি দিয়েছে। এই সুযোগে গত বৃহস্পতিবার থেকে যাওয়া এমপিরা একত্রিত হয়ে অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে নিজেরাই শপথ নেন।

এনএলডি’র এমপি ডাউ ফাইয়ু ফাইয়ু এই আয়োজন পার্লামেন্ট অব্যাহত রাখা হিসেবে অভিহিত করেছেন। তার মধ্যে এমপিরা যেখানে উপস্থিত আছেন সেখানে স্থান কোন বিষয় নয়।