সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত মেক্সিকোর সাবেক গভর্নর গ্রেপ্তার

সাংবাদিক নির্যাতনের নির্দেশ দেয়ার অভিযোগে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের সাবেক গভর্নর ম্যারিও ম্যারিনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গুয়েরেরো রাজ্যের আকাপুলকো থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। শিশু পর্নোগ্রাফিচক্রের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারে তাকে অভিযুক্ত করা হয়েছে।

২০০৫ সালে করা বিভিন্ন অভিযোগের সঙ্গে যুক্ত থাকায় তাকে আকাপুলকোয় পাঠানো হয়। আর ওই বছরেই তিনি সেন্ট্রাল পুয়েবলা রাজ্যের গভর্নর নির্বাচিত হন।

সংবাদে বলা হয়েছে, সাবেক এ গভর্নরকে গৃহবন্দী করে রাখা হবে কিনা সে ব্যাপারে বিচারক আগামী ১০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত দেবেন।

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুইনতানা রো রাজ্যের একটি আদালত গেপ্তারের নির্দেশ দেয়ায় ম্যারিন ২০১৯ সালের এপ্রিল থেকে পলাতক ছিলেন।

এক টুইটার বার্তায় ভুক্তভোগী সাংবাদিক কাচো লিখেছেন, শিশু পর্নোগ্রাফি চক্রের সহযোগীদের হাতে নির্যাতন হওয়ায় আমি ১৪ বছর ধরে ন্যায়বিচার চেয়ে আসছি।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত মেক্সিকোর সাবেক গভর্নর গ্রেপ্তার

সাংবাদিক নির্যাতনের নির্দেশ দেয়ার অভিযোগে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের সাবেক গভর্নর ম্যারিও ম্যারিনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গুয়েরেরো রাজ্যের আকাপুলকো থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। শিশু পর্নোগ্রাফিচক্রের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারে তাকে অভিযুক্ত করা হয়েছে।

২০০৫ সালে করা বিভিন্ন অভিযোগের সঙ্গে যুক্ত থাকায় তাকে আকাপুলকোয় পাঠানো হয়। আর ওই বছরেই তিনি সেন্ট্রাল পুয়েবলা রাজ্যের গভর্নর নির্বাচিত হন।

সংবাদে বলা হয়েছে, সাবেক এ গভর্নরকে গৃহবন্দী করে রাখা হবে কিনা সে ব্যাপারে বিচারক আগামী ১০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত দেবেন।

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুইনতানা রো রাজ্যের একটি আদালত গেপ্তারের নির্দেশ দেয়ায় ম্যারিন ২০১৯ সালের এপ্রিল থেকে পলাতক ছিলেন।

এক টুইটার বার্তায় ভুক্তভোগী সাংবাদিক কাচো লিখেছেন, শিশু পর্নোগ্রাফি চক্রের সহযোগীদের হাতে নির্যাতন হওয়ায় আমি ১৪ বছর ধরে ন্যায়বিচার চেয়ে আসছি।