কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ কিনে পুরোটাই ফ্রি পেলেন ট্রাকচালক

কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন খাগড়াছড়ির মহেন হোসেন। পেশায় ট্র্যাকচালক মহেনকে নতুন কেনা ওয়ালটন ল্যাপটপটির জন্য একটি টাকাও দিতে হয়নি। অর্থাৎ পুরো ল্যাপটপটিই তিনি বিনামূল্যে পেয়েছেন। গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা থেকে প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপটি কেনেন জিরো মাইল এলাকার মহেন। ২৬,৫৫০ টাকা মূল্যের ল্যাপটপটি তিনি ৪,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে নেন। ডিজিটাল পদ্ধতিতে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তার মোবাইলে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার মেসেজ যায়। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা মহেন হোসেনকে জানান, ল্যাপটপটির জন্য তাকে আর কোনো টাকা দিতে হবে না। এমনকি ডাউনপেমেন্ট হিসেবে জমা দেয়া ৪,০০০ টাকাও তাকে ফেরত দেয়া হচ্ছে।

মহেন হোসেন জানান, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তার ছোটোবোনের জন্য ল্যাপটপটি কিনেছেন তিনি। তার ঘরের টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ ঘরের সব পণ্যই ওয়ালটনের। সেগুলো থেকে ভালো সার্ভিস পাওয়ায় ল্যাপটপও ওয়ালটন থেকে কিনেছেন মহেন। ওয়ালটনের কম্পিউটার বিক্রয় বিভাগ জানায়, ১০০ শতাংশ ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে মূল্যছাড়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ কিনে পুরোটাই ফ্রি পেলেন ট্রাকচালক

image

কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন খাগড়াছড়ির মহেন হোসেন। পেশায় ট্র্যাকচালক মহেনকে নতুন কেনা ওয়ালটন ল্যাপটপটির জন্য একটি টাকাও দিতে হয়নি। অর্থাৎ পুরো ল্যাপটপটিই তিনি বিনামূল্যে পেয়েছেন। গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা থেকে প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপটি কেনেন জিরো মাইল এলাকার মহেন। ২৬,৫৫০ টাকা মূল্যের ল্যাপটপটি তিনি ৪,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে নেন। ডিজিটাল পদ্ধতিতে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তার মোবাইলে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার মেসেজ যায়। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা মহেন হোসেনকে জানান, ল্যাপটপটির জন্য তাকে আর কোনো টাকা দিতে হবে না। এমনকি ডাউনপেমেন্ট হিসেবে জমা দেয়া ৪,০০০ টাকাও তাকে ফেরত দেয়া হচ্ছে।

মহেন হোসেন জানান, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তার ছোটোবোনের জন্য ল্যাপটপটি কিনেছেন তিনি। তার ঘরের টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ ঘরের সব পণ্যই ওয়ালটনের। সেগুলো থেকে ভালো সার্ভিস পাওয়ায় ল্যাপটপও ওয়ালটন থেকে কিনেছেন মহেন। ওয়ালটনের কম্পিউটার বিক্রয় বিভাগ জানায়, ১০০ শতাংশ ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে মূল্যছাড়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে। সংবাদ বিজ্ঞপ্তি।