বিএসএমএমইউ চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীতে স্ত্রীর যৌতুকের জন্য নির্যাতনসহ দুটি মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জোনায়েত বাতেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ জোনায়েত বাতেনকে রাজধানীর কাঁটাবন এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।

গতকাল শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার জানান, চিকিৎসক জোনায়েত বাতেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার রাতে তাকে পেয়ে গ্রেপ্তার করা হয়। গতকাল সবাই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তমেজ উদ্দিন জানান, প্রথম স্ত্রীর দুটি মামলায় (১৩৩/২০ এবং ১৫৯/২০) গত বছরের ডিসেম্বরে ওই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় জোনায়েত বাতেনকে বিএসএমএমইউর চিকিৎসক বলে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী নিজেকে প্রথম স্ত্রী উল্লেখ করে বলেন, ২০০০ সালে জোনায়েত বাতেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। দু’জনই স্কুলে পড়ে। বিভিন্ন সময় তাকে যৌতুকের কারণে নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে তাকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল। গত বছরের মাঝামাঝি সময় তিনি ঢাকা দায়রা জজ আদালতে যৌতুকের কারণে নির্যাতন ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আবার বিয়ে করার অভিযোগে দুটি মামলা করেন। ওই নারী অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। তাকে না জানিয়ে ২০১৭ ও ২০১৯ সালে আরও দুটি বিয়ে করেন তার স্বামী। এসব অভিযোগ নিয়ে তিনি একাধিকবার বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোন প্রতিকার পাননি। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়নি বলে জানান তিনি।

আরও খবর
বাংলাদেশ ও ভারত মৈত্রীর বন্ধন দৃঢ়তর হবে প্রত্যাশা প্রধানমন্ত্রীর
বিএনপি সমাবেশের নামে সহিংসতা করলে দমন করা হবে কাদের
ভারতে সাংবাদিক কেন আক্রান্ত
এবারের কলকাতার বইমেলা উৎসর্গ করা হচ্ছে বঙ্গবন্ধুকে
ঋত্বিক ঘটকের মৃত্যুবার্ষিকী আজ
টেরাকোটার ভাষায় বাংলাদেশ
বগুড়ায় পিঠা উৎসব
ফের বাড়ছে দাম চাল-পিয়াজে
বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থা খুবই দুর্বল ন্যাপ
গ্রামকে শহরে রূপান্তর করা হচ্ছে কৃষিমন্ত্রী
ইউল্যাব শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা বান্ধবী নেহা রিমান্ডে
বেরোবি সিন্ডিকেট সভা উপাচার্যের বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ
আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ডসহ ৪ নির্বাহী গ্রেপ্তার

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

যৌতুক মামলায়

বিএসএমএমইউ চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীতে স্ত্রীর যৌতুকের জন্য নির্যাতনসহ দুটি মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জোনায়েত বাতেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ জোনায়েত বাতেনকে রাজধানীর কাঁটাবন এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।

গতকাল শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার জানান, চিকিৎসক জোনায়েত বাতেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার রাতে তাকে পেয়ে গ্রেপ্তার করা হয়। গতকাল সবাই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তমেজ উদ্দিন জানান, প্রথম স্ত্রীর দুটি মামলায় (১৩৩/২০ এবং ১৫৯/২০) গত বছরের ডিসেম্বরে ওই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় জোনায়েত বাতেনকে বিএসএমএমইউর চিকিৎসক বলে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী নিজেকে প্রথম স্ত্রী উল্লেখ করে বলেন, ২০০০ সালে জোনায়েত বাতেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। দু’জনই স্কুলে পড়ে। বিভিন্ন সময় তাকে যৌতুকের কারণে নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে তাকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল। গত বছরের মাঝামাঝি সময় তিনি ঢাকা দায়রা জজ আদালতে যৌতুকের কারণে নির্যাতন ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আবার বিয়ে করার অভিযোগে দুটি মামলা করেন। ওই নারী অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। তাকে না জানিয়ে ২০১৭ ও ২০১৯ সালে আরও দুটি বিয়ে করেন তার স্বামী। এসব অভিযোগ নিয়ে তিনি একাধিকবার বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোন প্রতিকার পাননি। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়নি বলে জানান তিনি।