পুলিশ প্রশাসন অবৈধ কাজ করলে বৈধভাবে তা প্রতিহত করা হবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন।

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন আসন্ন সোনাই মুড়ি পৌরসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশন যদি কোন অবৈধ কাজ করে তাহলে বিএনপি তা বৈধভাবে প্রতিহত করবে। হামলা, মামলার ভয় দেখাবেন না। বিএনপির নেতা কর্মিরা হামলা মামাকে ভয় পায় না। প্রত্যেক নেতা কর্মির নামে ২০ থেকে ৩০টি মামলা রয়েছে তিনি গতকাল সকাল ১০টায় সোনাইমুড়ী পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র প্রর্থী মোতা হার হোসেন মানিকের ধানের শীষ প্রতীকের পক্ষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জহির চৌধুরী, যুবদলের নেতা মজিবুর রহমান রতন প্রমুখ।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তাকে আশ্বাস দিয়েছেন বসুর হাট ও চৌমুহনী পৌরসভার মতো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি তাদের আশ্বাসের বাস্তবায়ন দেখতে চাই।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন আরও বলেন, আলীগের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। সে ব্যাপারে আলীগ কোন মামলা করেনি। সোনাইমুড়ী থানার সাব ইন্সপেক্টর আবদুল আলিম বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে। তিনি এ সাব ইনসপেক্টরকে প্রত্যাহারের দাবি জানান। এবং এ মিথ্যা মামলায় বিএনপির কোন নেতাকর্মীকে হয়রানি করলে এর পরিণতি ভালো হবে না বলে জানান। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে

পুলিশ প্রশাসন অবৈধ কাজ করলে বৈধভাবে তা প্রতিহত করা হবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন।

প্রতিনিধি, নোয়াখালী

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন আসন্ন সোনাই মুড়ি পৌরসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশন যদি কোন অবৈধ কাজ করে তাহলে বিএনপি তা বৈধভাবে প্রতিহত করবে। হামলা, মামলার ভয় দেখাবেন না। বিএনপির নেতা কর্মিরা হামলা মামাকে ভয় পায় না। প্রত্যেক নেতা কর্মির নামে ২০ থেকে ৩০টি মামলা রয়েছে তিনি গতকাল সকাল ১০টায় সোনাইমুড়ী পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র প্রর্থী মোতা হার হোসেন মানিকের ধানের শীষ প্রতীকের পক্ষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জহির চৌধুরী, যুবদলের নেতা মজিবুর রহমান রতন প্রমুখ।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তাকে আশ্বাস দিয়েছেন বসুর হাট ও চৌমুহনী পৌরসভার মতো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি তাদের আশ্বাসের বাস্তবায়ন দেখতে চাই।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন আরও বলেন, আলীগের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। সে ব্যাপারে আলীগ কোন মামলা করেনি। সোনাইমুড়ী থানার সাব ইন্সপেক্টর আবদুল আলিম বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে। তিনি এ সাব ইনসপেক্টরকে প্রত্যাহারের দাবি জানান। এবং এ মিথ্যা মামলায় বিএনপির কোন নেতাকর্মীকে হয়রানি করলে এর পরিণতি ভালো হবে না বলে জানান। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।