শিবগঞ্জে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ ধাপের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় পুরো পৌর এলাকা মুখরিত হয়ে উঠেছে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে শহরের অলি-গলি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভায় ব্যস্ত রয়েছেন। ভোটাররা বলছেন যিনি আধুনিক পৌরসভা গড়ে তুলবেন তাকেই ভোট দিবেন। এদিকে, চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সামাজিক যোগাযোগেও চালাচ্ছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা পৌর এলাকার উন্নয়নে নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুল ইসলাম, ধানের শীষ প্রতীকের ওজিউল ইসলাম (ওজুল মিঞা) ও লাঙ্গল প্রতীকের আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

শিবগঞ্জে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ ধাপের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় পুরো পৌর এলাকা মুখরিত হয়ে উঠেছে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে শহরের অলি-গলি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভায় ব্যস্ত রয়েছেন। ভোটাররা বলছেন যিনি আধুনিক পৌরসভা গড়ে তুলবেন তাকেই ভোট দিবেন। এদিকে, চায়ের স্টলসহ সকল জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সামাজিক যোগাযোগেও চালাচ্ছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা পৌর এলাকার উন্নয়নে নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুল ইসলাম, ধানের শীষ প্রতীকের ওজিউল ইসলাম (ওজুল মিঞা) ও লাঙ্গল প্রতীকের আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।