তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি প্রশ্নে ইউরোপের অন্য দেশের সঙ্গে পুতিন প্রশাসনের বিরোধ বাড়ছেই। রাশিয়াবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জার্মানি, সুইডেন এবং পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে ক্রেমলিন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাক্ষাৎ শেষে এ ঘোষণা আসে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই তিন দেশের কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। রাশিয়ার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সুইডেন জানিয়েছে, তাদের কূটনীতিক কোন ধরনের বিক্ষোভে অংশ নেননি। প্রমাণ ছাড়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা না হলে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। গত ১৭ জানুয়ারি জার্মানিতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরপর গ্রেপ্তার করা হয় প্রেসিডেন্ট পুতিনের ঘোর সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

তিন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি প্রশ্নে ইউরোপের অন্য দেশের সঙ্গে পুতিন প্রশাসনের বিরোধ বাড়ছেই। রাশিয়াবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জার্মানি, সুইডেন এবং পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে ক্রেমলিন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাক্ষাৎ শেষে এ ঘোষণা আসে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই তিন দেশের কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। রাশিয়ার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সুইডেন জানিয়েছে, তাদের কূটনীতিক কোন ধরনের বিক্ষোভে অংশ নেননি। প্রমাণ ছাড়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা না হলে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। গত ১৭ জানুয়ারি জার্মানিতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরপর গ্রেপ্তার করা হয় প্রেসিডেন্ট পুতিনের ঘোর সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে।