মটোরোলা নিয়ে এলো ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন

স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা নতুন কনজ্যুমার ক্যাম্পেইন ‘হ্যালো ভালোবাসা’র কার্যক্রম শুরু করেছে। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ফেব্রুয়ারি মাসজুড়ে এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা।

ক্যাম্পেইন চলাকালে মটো জি৮ পাওয়ার লাইট, মটো ই৭ প্লাস, মটো জি৯ প্লে এবং মটো জি৯ প্লাস মডেলের ফোন ক্রয় করলে ক্রেতারা মটোরোলার স্মার্টফোন, ফাইভস্টার হোটেলে কাপল ডিনার ও মটোরোলার লাইফস্ট্যাইল পণ্য উপহার পাবেন। ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় নতুন অবমুক্ত মটোরোলার ইয়ার বাডস স্পোর্ট, ব্লু-টুথ স্পিকার সনিক বুস্ট ২১০ এবং ব্লু-টুথ স্পোর্ট হেডফোন ভাভর‌্যাপ ১০৫ অন্তর্ভুক্ত থাকবে। ক্রেতারা একটি এসএমএস করেই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন এবং পাবেন নিশ্চিত উপহার।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ক্রেতাদের একটি এসএমএস পাঠিয়ে ই-ওয়ারেন্টি চালু করতে হবে। যেমন: এসএমএস অপশনে গিয়ে moto IMEI retail code লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২৪২ নম্বরে।

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘ভালোবাসার মাসে আমাদের ক্রেতাদের আপগ্রেড রাখতে এই কনজ্যুমার ক্যাম্পেইন চালু করতে পেরে আমরা আনন্দিত। মহামরি সত্ত্বেও ২০২০ সালের ডিসেম্বরে পর পর আমরা তিনটি এবং গত জানুয়ারি মাসে মটো ই৭ প্লাস মডেলের স্মার্টফোন বাজারে আনতে সক্ষম হয়েছি।

এই প্রমোশন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

মটোরোলা নিয়ে এলো ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন

image

স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা নতুন কনজ্যুমার ক্যাম্পেইন ‘হ্যালো ভালোবাসা’র কার্যক্রম শুরু করেছে। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ফেব্রুয়ারি মাসজুড়ে এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা।

ক্যাম্পেইন চলাকালে মটো জি৮ পাওয়ার লাইট, মটো ই৭ প্লাস, মটো জি৯ প্লে এবং মটো জি৯ প্লাস মডেলের ফোন ক্রয় করলে ক্রেতারা মটোরোলার স্মার্টফোন, ফাইভস্টার হোটেলে কাপল ডিনার ও মটোরোলার লাইফস্ট্যাইল পণ্য উপহার পাবেন। ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় নতুন অবমুক্ত মটোরোলার ইয়ার বাডস স্পোর্ট, ব্লু-টুথ স্পিকার সনিক বুস্ট ২১০ এবং ব্লু-টুথ স্পোর্ট হেডফোন ভাভর‌্যাপ ১০৫ অন্তর্ভুক্ত থাকবে। ক্রেতারা একটি এসএমএস করেই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন এবং পাবেন নিশ্চিত উপহার।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ক্রেতাদের একটি এসএমএস পাঠিয়ে ই-ওয়ারেন্টি চালু করতে হবে। যেমন: এসএমএস অপশনে গিয়ে moto IMEI retail code লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২৪২ নম্বরে।

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘ভালোবাসার মাসে আমাদের ক্রেতাদের আপগ্রেড রাখতে এই কনজ্যুমার ক্যাম্পেইন চালু করতে পেরে আমরা আনন্দিত। মহামরি সত্ত্বেও ২০২০ সালের ডিসেম্বরে পর পর আমরা তিনটি এবং গত জানুয়ারি মাসে মটো ই৭ প্লাস মডেলের স্মার্টফোন বাজারে আনতে সক্ষম হয়েছি।

এই প্রমোশন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সংবাদ বিজ্ঞপ্তি।