মেঘনায় সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলি শিবনগর গ্রামের বাসিন্দা ও দৈনিক জনতার সহ-সম্পাদক গোলাম আকতার ফারুক স্বপনের (কবি ফারুক আফিনদী) বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। আগুনে তাদের বসতঘর ও রান্নাঘরের আংশিক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, একই বাড়ির মহিউদ্দিন হত্যা মামলার জামিনে থাকা আসামিরা হুমকি-ধমকি দিয়ে এবং বাদীপক্ষের বিরুদ্ধে হয়রানীমূলক অভিযোগে মামলা দায়ের করেও হত্যা মামলাটি প্রত্যাহারের চেষ্টায় ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে গতকাল মেঘনা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

গতকাল বিকেলে সাংবাদিক গোলাম আকতার ফারুক স্বপন জানান, তার জেঠাতো ভাই মহিউদ্দিন হত্যা মামলার অন্যতম সাক্ষী তার (ফারুক) বড় ভাই গোলাম ফকির আহমেদ। তাদের তিন ভাইয়ের কেউ বাড়িতে থাকেন না। এ সুযোগে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাদের বসতঘরের চারদিকে ও রান্নাঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে নিহত মহিউদ্দিনের ভাই ও ভাতিজারা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে তাদের বসতঘর ও রান্নাঘরের আংশিক পুড়ে যায়।

রবিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২১ , ২৪ মাঘ ১৪২৭, ২৪ জমাদিউস সানি ১৪৪২

মেঘনায় সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলি শিবনগর গ্রামের বাসিন্দা ও দৈনিক জনতার সহ-সম্পাদক গোলাম আকতার ফারুক স্বপনের (কবি ফারুক আফিনদী) বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। আগুনে তাদের বসতঘর ও রান্নাঘরের আংশিক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, একই বাড়ির মহিউদ্দিন হত্যা মামলার জামিনে থাকা আসামিরা হুমকি-ধমকি দিয়ে এবং বাদীপক্ষের বিরুদ্ধে হয়রানীমূলক অভিযোগে মামলা দায়ের করেও হত্যা মামলাটি প্রত্যাহারের চেষ্টায় ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে গতকাল মেঘনা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

গতকাল বিকেলে সাংবাদিক গোলাম আকতার ফারুক স্বপন জানান, তার জেঠাতো ভাই মহিউদ্দিন হত্যা মামলার অন্যতম সাক্ষী তার (ফারুক) বড় ভাই গোলাম ফকির আহমেদ। তাদের তিন ভাইয়ের কেউ বাড়িতে থাকেন না। এ সুযোগে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাদের বসতঘরের চারদিকে ও রান্নাঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে নিহত মহিউদ্দিনের ভাই ও ভাতিজারা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে তাদের বসতঘর ও রান্নাঘরের আংশিক পুড়ে যায়।