পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২০ ফাইনালসের স্টার পারফর্মার হলো বাংলাদেশের এ১ ই-স্পোর্টস

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ (পিএমজিসি) ২০২০-এর ফাইনালে বাংলাদেশের এ১ ই-স্পোর্টস এবং নেপালি দল এএসএল। আমেরিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং চীনসহ বিশ^জুড়ে অংশগ্রহণকারী ২৪টি দলের মধ্যে থেকে ১৬টি দল ফাইনাল এ খেলার জন্য নির্বাচিত হয়। বেশ কয়েকটি চোখ ধাঁধানো পারফর্মেন্সের পর, গত ২১-২৬ জানুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির গ্র্যান্ড ফাইনাল। প্রথমবারের মতো একটি বাংলাদেশি দল হিসেবে পিএমজিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর গৌরব অর্জন করে এ১ ই-স্পোর্টস। তারকা খেলোয়াড় সিনিস্টারের কৃতিত্বে, টুর্নামেন্টের শেষ দিনে ২৮তম রাউন্ডে ১২টি কিল করে চিকেন ডিনার জিতে নেয় এ১ ই-স্পোর্টস।

উল্লেখ্য, পাবজি টুর্নামেন্ট পিএমজিসি ২০২০-এর অর্থ পুরস্কার ২ মিলিয়ন ইউএস ডলার। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ০৮ ফেব্রুয়ারী ২০২১ , ২৫ মাঘ ১৪২৭, ২৫ জমাদিউস সানি ১৪৪২

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২০ ফাইনালসের স্টার পারফর্মার হলো বাংলাদেশের এ১ ই-স্পোর্টস

image

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ (পিএমজিসি) ২০২০-এর ফাইনালে বাংলাদেশের এ১ ই-স্পোর্টস এবং নেপালি দল এএসএল। আমেরিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং চীনসহ বিশ^জুড়ে অংশগ্রহণকারী ২৪টি দলের মধ্যে থেকে ১৬টি দল ফাইনাল এ খেলার জন্য নির্বাচিত হয়। বেশ কয়েকটি চোখ ধাঁধানো পারফর্মেন্সের পর, গত ২১-২৬ জানুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির গ্র্যান্ড ফাইনাল। প্রথমবারের মতো একটি বাংলাদেশি দল হিসেবে পিএমজিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর গৌরব অর্জন করে এ১ ই-স্পোর্টস। তারকা খেলোয়াড় সিনিস্টারের কৃতিত্বে, টুর্নামেন্টের শেষ দিনে ২৮তম রাউন্ডে ১২টি কিল করে চিকেন ডিনার জিতে নেয় এ১ ই-স্পোর্টস।

উল্লেখ্য, পাবজি টুর্নামেন্ট পিএমজিসি ২০২০-এর অর্থ পুরস্কার ২ মিলিয়ন ইউএস ডলার। সংবাদ বিজ্ঞপ্তি।