মিল্কভিটার ডিজিটালাইজেশন যাত্রায় সহায়তা করবে গ্রামীণফোন

সম্প্রতি মিল্ক ভিটার (বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। চুক্তির আওতায় গ্রামীণফোন মিল্ক ভিটার এমপ্লয়ী ও ডিজিটাল মনিটরিং সিস্টেমের জন্য বিশেষ মূল্যে মোবাইল সল্যুশান প্রদান করবে। ভবিষ্যতে গ্রামীণফোন মিল্কভিটার কৃষকদের জন্য ডিজিটাল লাইভস্টক সল্যুশান নিয়ে আসবে যা কৃষকদের দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলতে সহায়তা করবে। মিল্ক ভিটার ডেপুটি সেক্রেটারি ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন এবং গ্রামীফোনের হেড অব স্ট্রাটেজি এবং গভঃ অ্যাকাউন্টস নুরুল ফেরদউস মুসান্না নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তেজগাওঁয়ে মিল্ক ভিটার প্রধান কার্যলয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদিও হোসেন লিপু, জয়েন্ট সেক্রেটারি ও ম্যানেজিং ডাইরেক্টর অমর চান বণিক; গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান, স্ট্রাটেজিক একাউন্ট ম্যানেজার এসএম জাহিদ আল মামুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ০৮ ফেব্রুয়ারী ২০২১ , ২৫ মাঘ ১৪২৭, ২৫ জমাদিউস সানি ১৪৪২

মিল্কভিটার ডিজিটালাইজেশন যাত্রায় সহায়তা করবে গ্রামীণফোন

image

সম্প্রতি মিল্ক ভিটার (বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। চুক্তির আওতায় গ্রামীণফোন মিল্ক ভিটার এমপ্লয়ী ও ডিজিটাল মনিটরিং সিস্টেমের জন্য বিশেষ মূল্যে মোবাইল সল্যুশান প্রদান করবে। ভবিষ্যতে গ্রামীণফোন মিল্কভিটার কৃষকদের জন্য ডিজিটাল লাইভস্টক সল্যুশান নিয়ে আসবে যা কৃষকদের দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলতে সহায়তা করবে। মিল্ক ভিটার ডেপুটি সেক্রেটারি ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন এবং গ্রামীফোনের হেড অব স্ট্রাটেজি এবং গভঃ অ্যাকাউন্টস নুরুল ফেরদউস মুসান্না নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তেজগাওঁয়ে মিল্ক ভিটার প্রধান কার্যলয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদিও হোসেন লিপু, জয়েন্ট সেক্রেটারি ও ম্যানেজিং ডাইরেক্টর অমর চান বণিক; গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান, স্ট্রাটেজিক একাউন্ট ম্যানেজার এসএম জাহিদ আল মামুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।