দ্বিতীয় দিনেও বড় পতন শেয়ারবাজারে

গত রোববারের মতো গতকালও বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন দেশের সবচেয়ে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মাধ্যমে ডিএসইতে সূচকে বড় ধস হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৮.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৬.৪৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.৬৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬৭.৬৪ পয়েন্ট এবং সিডিএসইটি ৩৪.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৪.৭৩ পয়েন্টে, ২০২৩.৪৬ পয়েন্ট এবং ১১৩৬.৫১ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির বা ৬.৫৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৬টির বা ৬৭.৪৩ শতাংশের এবং ৯১টির বা ২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইতে বাজার মূলধন ১০ হাজার ৬৭৩ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার টাকা কমে ৪ লাখ ৫৮ হাজার ৩৯৫ কোটি ২০ লাখ ৭২ হাজার টাকায় দাঁড়িয়েছে। আগের দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৯ হাজার ৬৯ কোটি ১০ লাখ ৭ হাজার টাকায়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮৯ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭১ কোটি ১২ লাখ টাকার।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯৬.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৯.৮২ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১৭৬টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১০ লাখ ২৭ হাজার ৩৩৭টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৫ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লিনডেবিডির। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ২৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১৪ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকোর ৮ লাখ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার, জেনেক্সের ২১ লাখ ৭৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ৩২ হাজার টাকার, ন্যাশননাল হাউজিং ফাইন্যান্সের ৬ লাখ ৫৮ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৯ লাখ ১৬ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ৩৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৮৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন বেক্সিমকোর ১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৯৬৪টি শেয়ার ১১ হাজার ৪৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ১৪০ কোটি ১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৫৪ কোটি ৩০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রবি আজিয়াটার ৫১ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৭ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকার, সামিট পাওয়ারের ১৯ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকার, মীর আখতার হোসাইনের ১৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ১৪ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকার এবং আইএফআইসির ১৪ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩টির বা ৬.৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আনলিমা ইয়ার্নের। আনলিমা ইয়ার্নের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৫.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আনলিমা ইয়ার্ন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তশরিফার ২.৪৭ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৮৮ শতাংশ, ঢাকা ব্যাংকের ১.৬৬ শতাংশ, মীর আখতার হোসাইনের ১.৫৯ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১.২৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ১.১৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১.১৬ শতাংশ, স্কয়ার ফার্মার ০.৯৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ০.৬৬ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী ২০২১ , ২৬ মাঘ ১৪২৭, ২৬ জমাদিউস সানি ১৪৪২

দ্বিতীয় দিনেও বড় পতন শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

গত রোববারের মতো গতকালও বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন দেশের সবচেয়ে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মাধ্যমে ডিএসইতে সূচকে বড় ধস হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৮.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৬.৪৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.৬৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬৭.৬৪ পয়েন্ট এবং সিডিএসইটি ৩৪.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৪.৭৩ পয়েন্টে, ২০২৩.৪৬ পয়েন্ট এবং ১১৩৬.৫১ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির বা ৬.৫৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৬টির বা ৬৭.৪৩ শতাংশের এবং ৯১টির বা ২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ডিএসইতে বাজার মূলধন ১০ হাজার ৬৭৩ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার টাকা কমে ৪ লাখ ৫৮ হাজার ৩৯৫ কোটি ২০ লাখ ৭২ হাজার টাকায় দাঁড়িয়েছে। আগের দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৯ হাজার ৬৯ কোটি ১০ লাখ ৭ হাজার টাকায়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮৯ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭১ কোটি ১২ লাখ টাকার।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯৬.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৯.৮২ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১৭৬টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১০ লাখ ২৭ হাজার ৩৩৭টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৫ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লিনডেবিডির। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ২৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১৪ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকোর ৮ লাখ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার, জেনেক্সের ২১ লাখ ৭৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ৩২ হাজার টাকার, ন্যাশননাল হাউজিং ফাইন্যান্সের ৬ লাখ ৫৮ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৯ লাখ ১৬ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ৩৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৮৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন বেক্সিমকোর ১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৯৬৪টি শেয়ার ১১ হাজার ৪৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ১৪০ কোটি ১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৫৪ কোটি ৩০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রবি আজিয়াটার ৫১ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৭ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকার, সামিট পাওয়ারের ১৯ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকার, মীর আখতার হোসাইনের ১৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ১৪ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকার এবং আইএফআইসির ১৪ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩টির বা ৬.৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আনলিমা ইয়ার্নের। আনলিমা ইয়ার্নের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৫.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আনলিমা ইয়ার্ন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তশরিফার ২.৪৭ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৮৮ শতাংশ, ঢাকা ব্যাংকের ১.৬৬ শতাংশ, মীর আখতার হোসাইনের ১.৫৯ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১.২৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ১.১৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১.১৬ শতাংশ, স্কয়ার ফার্মার ০.৯৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ০.৬৬ শতাংশ বেড়েছে।