সঞ্চয়ী হিসাব অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ডাচ-বাংলা ব্যাংকের

ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক সম্প্রতি সঞ্চয়ী হিসাবের জন্য মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম আমানতের যে বর্ধিত হার নির্ধারণ করেছিল, সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

সম্প্রতি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যালারি ও স্টুডেন্ট অ্যাকাউন্টকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র সঞ্চয়ী হিসাবে গ্রাহকদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে সঞ্চয়ী হিসাবকে দুটি প্রোডাক্টে বিভক্ত করা হয়েছে। ব্যাংকের গ্রাহক যে প্রোডাক্টে তার অ্যাকাউন্ট পরিচালনা করতে ইচ্ছুক, তা জানতে চেয়ে ব্যাংকের শাখাগুলো থেকে কিছু গ্রাহকদের কাছে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কিছু গ্রাহকের অনুরোধে সঞ্চয়ী হিসাবকে দুটি প্রোডাক্টে বিভক্ত না করে বর্তমানে যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই অপরিবর্তিত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত রোববার ডাচ-বাংলা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী ২০২১ , ২৬ মাঘ ১৪২৭, ২৬ জমাদিউস সানি ১৪৪২

সঞ্চয়ী হিসাব অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ডাচ-বাংলা ব্যাংকের

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক সম্প্রতি সঞ্চয়ী হিসাবের জন্য মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম আমানতের যে বর্ধিত হার নির্ধারণ করেছিল, সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

সম্প্রতি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যালারি ও স্টুডেন্ট অ্যাকাউন্টকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র সঞ্চয়ী হিসাবে গ্রাহকদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে সঞ্চয়ী হিসাবকে দুটি প্রোডাক্টে বিভক্ত করা হয়েছে। ব্যাংকের গ্রাহক যে প্রোডাক্টে তার অ্যাকাউন্ট পরিচালনা করতে ইচ্ছুক, তা জানতে চেয়ে ব্যাংকের শাখাগুলো থেকে কিছু গ্রাহকদের কাছে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কিছু গ্রাহকের অনুরোধে সঞ্চয়ী হিসাবকে দুটি প্রোডাক্টে বিভক্ত না করে বর্তমানে যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই অপরিবর্তিত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত রোববার ডাচ-বাংলা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।