বন্যায় বিলীন সংযোগ সড়ক ২৩ লাখের সেতু অকার্যকর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১নং বেপারী পাড়া হতে ইদ্রিস মিয়ার পাড়া অভিমুখে ৩৩ ফুট দৈর্ঘ্যরে আরসিসি সেতুর এক পাশের সংযোগ সড়ক গত বন্যায় বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত সেতুটির সংযোগ সড়ক সংস্কার না করায় প্রায় ২৩ লাখ টাকায় নির্মিত সেতুটি সাধারণ মানুষের কোন কাজেই আসছে না। গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে এবং উপজেলা ত্রাণ শাখার বাস্তবায়নে ২২ লাখ ৯৯ হাজার ৫শত ৫ টাকা ব্যয়ে ৩৩ ফুট দৈর্ঘ্যের একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়। স্থানীয়রা জানায়, ১নং বেপারী পাড়া ও ইদ্রিস মিয়ার পাড়া এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর শাখা খাল পারাপারের জন্য ২০১৬ সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এখানে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়কটির নির্মাণ কাজ যুৎসই না হওয়ায় প্রতিবছরই বন্যার সময় সড়কটি নদীতে বিলীন হয়ে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ প্রায় ৬ মাস বন্যা শেষ হলেও এখন পর্যন্ত এই সংযোগ সড়ক নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে উভয় গ্রামের সহস্র্রাধিক মানুষ পড়েছে বিপাকে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সেতুর একপাশের সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান তারা। গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, বন্যার পানির স্র্রোতের চাপে প্রতিবছরই সেতুটির সংযোগ সড়ক ভেসে যায় এবং প্রতিবছরই সেতুর সংযোগ সড়কের কাজও করা হয়। এবারও অতি দ্রুতই সংযোগ সড়ক নির্মাণের কাজ করা হবে।

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী ২০২১ , ২৬ মাঘ ১৪২৭, ২৬ জমাদিউস সানি ১৪৪২

বন্যায় বিলীন সংযোগ সড়ক ২৩ লাখের সেতু অকার্যকর

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১নং বেপারী পাড়া হতে ইদ্রিস মিয়ার পাড়া অভিমুখে ৩৩ ফুট দৈর্ঘ্যরে আরসিসি সেতুর এক পাশের সংযোগ সড়ক গত বন্যায় বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত সেতুটির সংযোগ সড়ক সংস্কার না করায় প্রায় ২৩ লাখ টাকায় নির্মিত সেতুটি সাধারণ মানুষের কোন কাজেই আসছে না। গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে এবং উপজেলা ত্রাণ শাখার বাস্তবায়নে ২২ লাখ ৯৯ হাজার ৫শত ৫ টাকা ব্যয়ে ৩৩ ফুট দৈর্ঘ্যের একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়। স্থানীয়রা জানায়, ১নং বেপারী পাড়া ও ইদ্রিস মিয়ার পাড়া এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর শাখা খাল পারাপারের জন্য ২০১৬ সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এখানে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়কটির নির্মাণ কাজ যুৎসই না হওয়ায় প্রতিবছরই বন্যার সময় সড়কটি নদীতে বিলীন হয়ে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ প্রায় ৬ মাস বন্যা শেষ হলেও এখন পর্যন্ত এই সংযোগ সড়ক নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে উভয় গ্রামের সহস্র্রাধিক মানুষ পড়েছে বিপাকে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সেতুর একপাশের সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান তারা। গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, বন্যার পানির স্র্রোতের চাপে প্রতিবছরই সেতুটির সংযোগ সড়ক ভেসে যায় এবং প্রতিবছরই সেতুর সংযোগ সড়কের কাজও করা হয়। এবারও অতি দ্রুতই সংযোগ সড়ক নির্মাণের কাজ করা হবে।