কিশোরগঞ্জে করোনামুক্ত আরো একটি উপজেলা ১৪২ নমুনায় শনাক্ত ১

কিশোরগঞ্জে করোনামুক্ত উপজেলার সংখ্যা আরো একটি বাড়ল। রোববার কটিয়াদী উপজেলার একমাত্র রোগী সুস্থ হওয়ার মধ্যে দিয়ে করোনামুক্ত উপজেলার সংখ্যা দাঁড়ালো ৯টি। আর বাকি ৪ উপজেলায় রোববার রোগী ছিলেন মাত্র ১৫ জন। এদিন জেলার দু’টি ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষায় কেবল সদরে একজনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন সদর ও কটিয়াদীতে একজন করে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ আর বাকি ৮৩টি নেগেটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৫৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। রোববার জেলার ১৩ উপজেলার মধ্যে করোনামুক্ত ৯টি উপজেলা ছিল হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর, নিকলী, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম। বাকি ৪ উপজেলার মধ্যে রোগী ছিলেন সদরে ৯ জন, ভৈরবে ৩ জন, বাজিতপুরে ২ জন আর তাড়াইলে একজন। অথচ এক সময় একদিনে জেলায় চিকিৎসাধীন করোনা রোগী থাকত ৫ শতাধিক।

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী ২০২১ , ২৬ মাঘ ১৪২৭, ২৬ জমাদিউস সানি ১৪৪২

কিশোরগঞ্জে করোনামুক্ত আরো একটি উপজেলা ১৪২ নমুনায় শনাক্ত ১

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনামুক্ত উপজেলার সংখ্যা আরো একটি বাড়ল। রোববার কটিয়াদী উপজেলার একমাত্র রোগী সুস্থ হওয়ার মধ্যে দিয়ে করোনামুক্ত উপজেলার সংখ্যা দাঁড়ালো ৯টি। আর বাকি ৪ উপজেলায় রোববার রোগী ছিলেন মাত্র ১৫ জন। এদিন জেলার দু’টি ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষায় কেবল সদরে একজনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন সদর ও কটিয়াদীতে একজন করে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ আর বাকি ৮৩টি নেগেটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৫৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। রোববার জেলার ১৩ উপজেলার মধ্যে করোনামুক্ত ৯টি উপজেলা ছিল হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর, নিকলী, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম। বাকি ৪ উপজেলার মধ্যে রোগী ছিলেন সদরে ৯ জন, ভৈরবে ৩ জন, বাজিতপুরে ২ জন আর তাড়াইলে একজন। অথচ এক সময় একদিনে জেলায় চিকিৎসাধীন করোনা রোগী থাকত ৫ শতাধিক।