সারা দেশে টিকাদান অব্যাহত

গত রোববার সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত সংবাদ জেলাবার্তা পরিবেশক, প্রতিনিধিদের পাঠানো তথ্যে :

শরীয়তপুর

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে নয়টায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর টিকাদান কর্মসূচী উদ্বোধন করার কথা ছিল।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সংসদ সদস্য শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তিনি সোয়া ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর ১২টা ১৯ মিনিটে কর্মসূচীর উদ্বোধন করেন। তবে সংসদ সদস্য করোনার টিকা নেননি। পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এখানে প্রথম টিকা নিয়েছেন জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জোবায়দুল হামিদ।

ভোলা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে কোভিড-১৯ টিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, সিভিল সার্জন ডা. রেজাউল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলামুসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। উদ্বোধনী দিনে জেলায় করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন ৩২৭ জন। ভ্যাকসিন নিয়েছেন ২৪৭জন। উদ্বোধনী দিনে গত রোববার জেলার প্রথম নারী ডাক্তার প্রফেসর খাদিজা বেগম কোভিড-১৯ টিকা নেন।

সাতক্ষীরা

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের টিকা নেয়ার মাধ্যমে শুরু হয়েছে সাতক্ষীরায় কোভিড-১৯ এর টিকা গ্রহণের কার্যক্রম। সাতক্ষীরা সদর হাসপাতালে দুপুর ১২টায় এর উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। এরপর একে একে টিকা গ্রহণ করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েতসহ অন্য কর্মকর্তারা।

আখাউড়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত ভ্যাকসিন পেয়েছি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান উদ্বোধনকালে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বেলা সোয়া ১২টায় উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম, কামাল হোসেন ভ্যাকসিন নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে ভ্যাকসিন দেয়া হয়।

দোহার

ঢাকার দোহার উপজেলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। টিকা গ্রহণ করতে দোহারে মোট ১৪২ জন রেজিস্ট্রেশন করেন। দোহারে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধনী দিনে প্রথম টিকা গ্রহণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এছাড়া ১ জন মুক্তিযোদ্ধা ও ১ জন পুলিশ সদ্যসসহ মোট ২০ জনকে টিকা প্রদান করা হয়।

রায়পুরা

নরসিংদীর রায়পুরায় কভিড-১৯ টিকা নিলেন- চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা। গত রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, প্রথম দফায় ১৮ হাজার মানুষ করোনা টিকা পাবেন। অক্সফোর্ডে করোনার টিকায় পাশর্^প্রতিক্রিয়া নেই বললেই চলে। বিগত দশদিনে যারা টিকা নিয়েছেন তাদের সবাই সুস্থ আছেন।

গোয়ালন্দ

গোয়ালন্দে কোভিড-১৯ টিকা নিজে নিয়ে উদ্বোধন করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। রাজবাড়ী জেলা গোয়ালন্দে ৭ ফেব্রুয়ারি রবিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকাদান শুরু করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ। তিনি সবাইকে উদ্বুদ্ধ করতে নিজেই প্রথম টিকা নিয়ে কোভিড-১৯ এর টিকাদানের উদ্বোধন করেন।

তালা

সরকারী পরিপত্র অনুযায়ী স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের সঙ্গে জড়িতদের সর্বাগ্রে টিকা নেয়ার কথা থাকলেও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কোন ডাক্তার বা নার্স ভ্যাকসিন নিতে রাজি হননি। অগত্যা জালালপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের গ্রাম পুলিশ আমিনুর শেখ’র শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে তালায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়। ভ্যাকসিন গ্রহিতা আমিনুর শেখ উপজেলার আটুলিয়া গ্রামের প্রয়াত সিরাজ শেখের ছেলে।

দুপচাঁচিয়া

সকালে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন নিজে টিকা গ্রহণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান।

শিবালয়

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু। এ সময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন, ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহল আমিন রিমন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণ করেন। পরে অন্যদের টিকা দেয়া হয়।

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী ২০২১ , ২৬ মাঘ ১৪২৭, ২৬ জমাদিউস সানি ১৪৪২

সারা দেশে টিকাদান অব্যাহত

সংবাদ জাতীয় ডেস্ক

image

গত রোববার সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত সংবাদ জেলাবার্তা পরিবেশক, প্রতিনিধিদের পাঠানো তথ্যে :

শরীয়তপুর

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে নয়টায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর টিকাদান কর্মসূচী উদ্বোধন করার কথা ছিল।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সংসদ সদস্য শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তিনি সোয়া ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর ১২টা ১৯ মিনিটে কর্মসূচীর উদ্বোধন করেন। তবে সংসদ সদস্য করোনার টিকা নেননি। পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এখানে প্রথম টিকা নিয়েছেন জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জোবায়দুল হামিদ।

ভোলা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে কোভিড-১৯ টিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, সিভিল সার্জন ডা. রেজাউল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলামুসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। উদ্বোধনী দিনে জেলায় করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন ৩২৭ জন। ভ্যাকসিন নিয়েছেন ২৪৭জন। উদ্বোধনী দিনে গত রোববার জেলার প্রথম নারী ডাক্তার প্রফেসর খাদিজা বেগম কোভিড-১৯ টিকা নেন।

সাতক্ষীরা

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের টিকা নেয়ার মাধ্যমে শুরু হয়েছে সাতক্ষীরায় কোভিড-১৯ এর টিকা গ্রহণের কার্যক্রম। সাতক্ষীরা সদর হাসপাতালে দুপুর ১২টায় এর উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। এরপর একে একে টিকা গ্রহণ করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েতসহ অন্য কর্মকর্তারা।

আখাউড়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত ভ্যাকসিন পেয়েছি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান উদ্বোধনকালে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বেলা সোয়া ১২টায় উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম, কামাল হোসেন ভ্যাকসিন নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে ভ্যাকসিন দেয়া হয়।

দোহার

ঢাকার দোহার উপজেলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। টিকা গ্রহণ করতে দোহারে মোট ১৪২ জন রেজিস্ট্রেশন করেন। দোহারে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধনী দিনে প্রথম টিকা গ্রহণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এছাড়া ১ জন মুক্তিযোদ্ধা ও ১ জন পুলিশ সদ্যসসহ মোট ২০ জনকে টিকা প্রদান করা হয়।

রায়পুরা

নরসিংদীর রায়পুরায় কভিড-১৯ টিকা নিলেন- চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা। গত রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, প্রথম দফায় ১৮ হাজার মানুষ করোনা টিকা পাবেন। অক্সফোর্ডে করোনার টিকায় পাশর্^প্রতিক্রিয়া নেই বললেই চলে। বিগত দশদিনে যারা টিকা নিয়েছেন তাদের সবাই সুস্থ আছেন।

গোয়ালন্দ

গোয়ালন্দে কোভিড-১৯ টিকা নিজে নিয়ে উদ্বোধন করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। রাজবাড়ী জেলা গোয়ালন্দে ৭ ফেব্রুয়ারি রবিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকাদান শুরু করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ। তিনি সবাইকে উদ্বুদ্ধ করতে নিজেই প্রথম টিকা নিয়ে কোভিড-১৯ এর টিকাদানের উদ্বোধন করেন।

তালা

সরকারী পরিপত্র অনুযায়ী স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের সঙ্গে জড়িতদের সর্বাগ্রে টিকা নেয়ার কথা থাকলেও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কোন ডাক্তার বা নার্স ভ্যাকসিন নিতে রাজি হননি। অগত্যা জালালপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের গ্রাম পুলিশ আমিনুর শেখ’র শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে তালায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়। ভ্যাকসিন গ্রহিতা আমিনুর শেখ উপজেলার আটুলিয়া গ্রামের প্রয়াত সিরাজ শেখের ছেলে।

দুপচাঁচিয়া

সকালে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন নিজে টিকা গ্রহণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান।

শিবালয়

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু। এ সময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন, ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহল আমিন রিমন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণ করেন। পরে অন্যদের টিকা দেয়া হয়।