ডামুড্যায় সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শরীয়তপুর ডামুড্যা পৌরসভার নির্বাচনে সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নাজমুল হক সবুজ মিয়া। রোববার তিনি জেলা প্রশাসক এবং ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

এছাড়া নৌকার প্রার্থী কামাল উদ্দিন আহমদের সমর্থকদের বিরুদ্ধে প্রচারে বাধা, মাইক ভাংচুর এবং প্রচারককে মারধরের অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত রেজাউল করিম রাজা ছৈয়াল। তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ করেন রোববার বিকেলে। তিনি তার অভিযোগপত্রে লিখেন রোববার ২টা ৩০ মিনিটে জব প্রতীকের সমর্থনে প্রচার কাজ চলাকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমদ এর সমর্থকরা হামলা ও ভাংচুর চালায়। এতে প্রচার কাজে ব্যবহৃত একটি ভেঙ্গে যায় এবং প্রচারকারী আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা করে তিনি দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

বিএনপির প্রার্থী নাজমুল হক সবুজ মিয়া তার লিখিত অভিযোগপত্রে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্য নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেয়ার বিধান নেই। কিন্তু সংসদ সদস্য নাহিম রাজ্জাক নৌকার প্রার্থী পক্ষে উঠান বৈঠক পথসভা বর্ধিত সভাসহ সকল প্রকার নির্বাচনী কর্মকা- অংশগ্রহণ করছেন। এটা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। তার এমন কর্মকা-ে সরকার দলীয় নেতাকর্মীরা আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা প্রদান মাইক ভেঙ্গে ফেলা পোস্টার ছিড়ে ফেলা এবং হুমকি-ধমকি দিচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এসব কর্মকা- বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

ডামুড্যা উপজেলার নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল থেকে একটি অভিযোগ পেয়েছি অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শরীয়তপুর ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান অভিযোগটি সম্পর্কে আমি জেনেছি এটি একটি ভিত্তিহীন অভিযোগ। পৌর এলাকায় আমার বাড়ি আমি নিজ বাড়িতে গিয়েছি। কোন ধরনের নির্বাচনী কর্মকা-ে অংশগ্রহণ করিনি।

অভিযোগ সম্পর্কে জেলা প্রশাসক পারভেজ হাসান এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক সংবাদকে জানান এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ তিনি পাননি নির্বাচনকালীন যে কোন অভিযোগ জেলা নির্বাচন কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা বরাবর দিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইনী সহযোগিতা চাইলে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

চতুর্থ ধাপে ডামুড্ড্যা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। ১২ হাজার ২৫৯ ভোটারের বিপরীতে লড়ছেন ৪ জন মেয়র প্রার্থী।

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী ২০২১ , ২৬ মাঘ ১৪২৭, ২৬ জমাদিউস সানি ১৪৪২

ডামুড্যায় সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর

শরীয়তপুর ডামুড্যা পৌরসভার নির্বাচনে সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নাজমুল হক সবুজ মিয়া। রোববার তিনি জেলা প্রশাসক এবং ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

এছাড়া নৌকার প্রার্থী কামাল উদ্দিন আহমদের সমর্থকদের বিরুদ্ধে প্রচারে বাধা, মাইক ভাংচুর এবং প্রচারককে মারধরের অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত রেজাউল করিম রাজা ছৈয়াল। তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ করেন রোববার বিকেলে। তিনি তার অভিযোগপত্রে লিখেন রোববার ২টা ৩০ মিনিটে জব প্রতীকের সমর্থনে প্রচার কাজ চলাকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমদ এর সমর্থকরা হামলা ও ভাংচুর চালায়। এতে প্রচার কাজে ব্যবহৃত একটি ভেঙ্গে যায় এবং প্রচারকারী আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা করে তিনি দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

বিএনপির প্রার্থী নাজমুল হক সবুজ মিয়া তার লিখিত অভিযোগপত্রে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্য নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেয়ার বিধান নেই। কিন্তু সংসদ সদস্য নাহিম রাজ্জাক নৌকার প্রার্থী পক্ষে উঠান বৈঠক পথসভা বর্ধিত সভাসহ সকল প্রকার নির্বাচনী কর্মকা- অংশগ্রহণ করছেন। এটা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। তার এমন কর্মকা-ে সরকার দলীয় নেতাকর্মীরা আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা প্রদান মাইক ভেঙ্গে ফেলা পোস্টার ছিড়ে ফেলা এবং হুমকি-ধমকি দিচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এসব কর্মকা- বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

ডামুড্যা উপজেলার নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল থেকে একটি অভিযোগ পেয়েছি অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শরীয়তপুর ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান অভিযোগটি সম্পর্কে আমি জেনেছি এটি একটি ভিত্তিহীন অভিযোগ। পৌর এলাকায় আমার বাড়ি আমি নিজ বাড়িতে গিয়েছি। কোন ধরনের নির্বাচনী কর্মকা-ে অংশগ্রহণ করিনি।

অভিযোগ সম্পর্কে জেলা প্রশাসক পারভেজ হাসান এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক সংবাদকে জানান এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ তিনি পাননি নির্বাচনকালীন যে কোন অভিযোগ জেলা নির্বাচন কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা বরাবর দিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইনী সহযোগিতা চাইলে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

চতুর্থ ধাপে ডামুড্ড্যা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। ১২ হাজার ২৫৯ ভোটারের বিপরীতে লড়ছেন ৪ জন মেয়র প্রার্থী।