দু’দিন বড় পতনের পর উত্থান

সপ্তাহের প্রথম দুই কার্যদিবস বড় পতন হলেও গতকাল বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকেও কম হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮.৫৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬২.৮৮ পয়েন্ট এবং সিডিএসইটি ৩২.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৯.৫৭ পয়েন্টে, ২০৮৬.৩৫ পয়েন্ট এবং ১১৬৯.৪৭ পয়েন্টে। গতকাল ডিএসই ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৪০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির বা ৬৮.৭৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭টির বা ৪.৮৭ শতাংশের এবং ৯২টির বা ২৬.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১১.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৩১.৬১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দর বেড়েছে, কমেছে ৩১টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই’র ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ২৪৬টি শেয়ার ৩৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৬ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫২ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৮০ লাখ টাকার ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ টাকার, বার্জার পেইন্টসের ১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৫ লাখ ৩০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৯ লাখ ২৫ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৯ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ লাখ ৩৬ হাজার টাকার, লিনডে বিডির ৫ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৭৫ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৩৬ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৫ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকার, রেনেটার ২ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকার এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটি ৬৬১ বারে ২৬ লাখ ৮৫ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৩৫৯ বারে ১১ লাখ ৭৬ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস। গতকাল কোম্পানিটির দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ মাইডাস ফাইন্যান্স, মীর আখতার, লংকাবাংলা ফিন্যান্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০টি খাতের ৩৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। ২০টি খাতের মধ্যে ১২টি খাতের কোন কোম্পানির শেয়ার দর আজ কমেনি। শেয়ার দর না কমা খাতগুলোর মধ্যে রয়েছেÑ সিমেন্ট, সিরামিক, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জুট, বিবিধ, পেপার, সেবা ও আবাসন, ট্যানারি, টেলিযোগাযোগ এবং ভ্রমণ ও অবকাশ। খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের ৭টির মধ্যে আজ ছয়টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবগুলোরই শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৪.৫০ টাকা বেড়েছে কনফিডেন্স সিমেন্টের। দ্বিতীয় সর্বোচ্চ ৩.৩০ টাকা বেড়েছে লাফার্জাহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ২.১০ টাকা শেয়ার দর বেড়েছে প্রিমিয়ার সিমেন্টের।

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

দু’দিন বড় পতনের পর উত্থান

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

সপ্তাহের প্রথম দুই কার্যদিবস বড় পতন হলেও গতকাল বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকেও কম হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮.৫৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬২.৮৮ পয়েন্ট এবং সিডিএসইটি ৩২.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৯.৫৭ পয়েন্টে, ২০৮৬.৩৫ পয়েন্ট এবং ১১৬৯.৪৭ পয়েন্টে। গতকাল ডিএসই ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৪০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির বা ৬৮.৭৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭টির বা ৪.৮৭ শতাংশের এবং ৯২টির বা ২৬.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১১.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৩১.৬১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দর বেড়েছে, কমেছে ৩১টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই’র ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ২৪৬টি শেয়ার ৩৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৬ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫২ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৮০ লাখ টাকার ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ টাকার, বার্জার পেইন্টসের ১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৫ লাখ ৩০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৯ লাখ ২৫ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৯ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ লাখ ৩৬ হাজার টাকার, লিনডে বিডির ৫ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৫ লাখ ৭৫ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৩৬ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৫ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকার, রেনেটার ২ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকার এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটি ৬৬১ বারে ২৬ লাখ ৮৫ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৩৫৯ বারে ১১ লাখ ৭৬ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস। গতকাল কোম্পানিটির দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ মাইডাস ফাইন্যান্স, মীর আখতার, লংকাবাংলা ফিন্যান্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০টি খাতের ৩৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। ২০টি খাতের মধ্যে ১২টি খাতের কোন কোম্পানির শেয়ার দর আজ কমেনি। শেয়ার দর না কমা খাতগুলোর মধ্যে রয়েছেÑ সিমেন্ট, সিরামিক, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জুট, বিবিধ, পেপার, সেবা ও আবাসন, ট্যানারি, টেলিযোগাযোগ এবং ভ্রমণ ও অবকাশ। খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের ৭টির মধ্যে আজ ছয়টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবগুলোরই শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৪.৫০ টাকা বেড়েছে কনফিডেন্স সিমেন্টের। দ্বিতীয় সর্বোচ্চ ৩.৩০ টাকা বেড়েছে লাফার্জাহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ২.১০ টাকা শেয়ার দর বেড়েছে প্রিমিয়ার সিমেন্টের।