সিরাজগঞ্জে মর্গে মৃতদেহের স্বর্ণ চুরি ৩ ডোম আটক

সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনীর স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের ৩ জন ডোমকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- রানা (৩২), শাহ আলম (৩০) ও সুমন (৩৫) । মামলার বাদী মোসফেকুস সালেহীন জানান, দুর্ঘটনার সময় আমার বোনের শরীরে স্বর্ণের একটি চেইন, দুইটি আংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল ছিল। মর্গ থেকে লাশ পাওয়ার পর তার শরীরে কোন স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে মৃত শিক্ষিকার শরীর থেকে চুরি যাওয়া একটি গলার চেইন, দুইটি হাতের বালা, দুইটি কানের দুল, একটি নাকফুল উদ্ধার করে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

সিরাজগঞ্জে মর্গে মৃতদেহের স্বর্ণ চুরি ৩ ডোম আটক

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনীর স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের ৩ জন ডোমকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- রানা (৩২), শাহ আলম (৩০) ও সুমন (৩৫) । মামলার বাদী মোসফেকুস সালেহীন জানান, দুর্ঘটনার সময় আমার বোনের শরীরে স্বর্ণের একটি চেইন, দুইটি আংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল ছিল। মর্গ থেকে লাশ পাওয়ার পর তার শরীরে কোন স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে মৃত শিক্ষিকার শরীর থেকে চুরি যাওয়া একটি গলার চেইন, দুইটি হাতের বালা, দুইটি কানের দুল, একটি নাকফুল উদ্ধার করে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।