জগজিৎ সিংয়ের ৮০তম জন্মদিনে গাইলেন তার শিষ্য

উপমহাদেশের কিংবদন্তি গজল শিল্পী জগজিৎ সিংয়ের উত্তরসূরি মনজুরুল ইসলাম খান তারই ওস্তাদের গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রোতা দর্শককে। গত ৮ ফেব্রুয়ারি ছিল জগজিৎ সিংয়ের ৮০তম জন্মদিন। তারই জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় জগজিৎ সিংয়ের গাওয়া বাংলা গানের সংকলন নিয়ে মনজুরুল ইসলামের গানের অ্যালবাম ‘প্রতিবিম্ব’র প্রকাশনা। জি-সিরিজ থেকে প্রকাশিত অ্যালবামের গানগুলো হলো ‘বেশি কিছু আশা করা ভুল’, ‘বেদনা মধুর হয়ে যায়’, ‘বুঝিনি তো আমি’, ‘কতো বেদনা দিলে’, ‘নদীতে তুফান এলে’, ‘সব কিছু এখানে আছে’, ‘চোখে চোখ রেখে আমি’ ও ‘তোমার চুল বাধা’। অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি ক্লাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে আরও অনেক সম্মানীত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশনার পরপরই উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মনজুরুল একে একে গেয়ে শোনান বেশি কিছু আশা করা ভুল, পেয়ার কা পেহেলা, ইয়ে দৌলত ভি লেলো, হোটছে ছুলো তুম, আপকো দেখকার দেখতা, রোনকে ম্যায়কাদা। কিন্তু মনজুরুল বলেন, ‘আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ তারা নিজেদের ব্যস্ততার মধ্যে থেকেও আমার নিমন্ত্রণে অনুষ্ঠানে এসেছেন, আমাকে সিক্ত করেছেন তাদের ভালোবাসায়। আমার কাছে আয়োজনের শুরু থেকে শেষ মুহূর্তটুকু ছিল ভীষণ ভালো লাগার।’

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

জগজিৎ সিংয়ের ৮০তম জন্মদিনে গাইলেন তার শিষ্য

বিনোদন প্রতিবেদক |

image

উপমহাদেশের কিংবদন্তি গজল শিল্পী জগজিৎ সিংয়ের উত্তরসূরি মনজুরুল ইসলাম খান তারই ওস্তাদের গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রোতা দর্শককে। গত ৮ ফেব্রুয়ারি ছিল জগজিৎ সিংয়ের ৮০তম জন্মদিন। তারই জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় জগজিৎ সিংয়ের গাওয়া বাংলা গানের সংকলন নিয়ে মনজুরুল ইসলামের গানের অ্যালবাম ‘প্রতিবিম্ব’র প্রকাশনা। জি-সিরিজ থেকে প্রকাশিত অ্যালবামের গানগুলো হলো ‘বেশি কিছু আশা করা ভুল’, ‘বেদনা মধুর হয়ে যায়’, ‘বুঝিনি তো আমি’, ‘কতো বেদনা দিলে’, ‘নদীতে তুফান এলে’, ‘সব কিছু এখানে আছে’, ‘চোখে চোখ রেখে আমি’ ও ‘তোমার চুল বাধা’। অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি ক্লাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে আরও অনেক সম্মানীত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশনার পরপরই উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মনজুরুল একে একে গেয়ে শোনান বেশি কিছু আশা করা ভুল, পেয়ার কা পেহেলা, ইয়ে দৌলত ভি লেলো, হোটছে ছুলো তুম, আপকো দেখকার দেখতা, রোনকে ম্যায়কাদা। কিন্তু মনজুরুল বলেন, ‘আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ তারা নিজেদের ব্যস্ততার মধ্যে থেকেও আমার নিমন্ত্রণে অনুষ্ঠানে এসেছেন, আমাকে সিক্ত করেছেন তাদের ভালোবাসায়। আমার কাছে আয়োজনের শুরু থেকে শেষ মুহূর্তটুকু ছিল ভীষণ ভালো লাগার।’